রাস্তার ধারে বাড়ি হলে একদিকে সুবিধা থাকলেও, ধুলাবালি আর গাড়ির শব্দ বেশ ঝামেলার। প্রতিদিন ঝাড়ু দিলেও ধুলা জমতেই থাকে। তবে কিছু সহজ উপায়ে এই সমস্যা কমানো যায়। চলুন, জেনে নিই।
এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন
বাতাসে থাকা ধুলা ও ক্ষতিকর কণা আটকে ঘরকে রাখে পরিষ্কার। যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট আছে, তাদের জন্য খুব উপকারী।
এসির ফিল্টার পরিষ্কার করুন
ধুলার কারণে এসির ফিল্টার দ্রুত নোংরা হয়। নিয়মিত পরিষ্কার না করলে অসুখ-বিসুখ হতে পারে।
সহজ আসবাবপত্র বেছে নিন
মোটা পর্দা, ভেলভেট সোফা বা বেশি ডিজাইনের আসবাবপত্রে ধুলা জমে বেশি। তাই সোজা-সরল ডিজাইনের, সহজে পরিষ্কার করা যায় এমন ফার্নিচার ব্যবহার করাই ভালো।



