ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঠোঁটের যত্নে গোলাপ পাপড়ির স্ক্রাব

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৪ এএম

বাহ্যিক সৌন্দর্য্যের মধ্যে ঠোঁট অন্যতম। ত্বকের যত্নের ক্ষেত্রে এক্সফোলিয়েট শব্দটির সাথে আমরা বেশ পরিচিত। কিন্তু ঠোঁটকে মসৃণ এবং কোমল রাখতে ঠোঁটের এক্সফোলিয়েট করাও যে জরুরি- এটি আমরা অনেকেই জানি না। দীর্ঘদিন ঠোঁটের যত্ন না নেওয়ার ফলে ঠোঁট রুক্ষ এবং শুষ্ক হয়ে ওঠে। ঠোঁটের যত্নে কেমিক্যাল মিশ্রিত পণ্যগুলো সাময়িকভাবে ঠোঁটের সৌন্দর্য্য বৃদ্ধি করলেও ক্ষতিটা বেশি হয়। দীর্ঘদিন ঠোঁটকে নরম রাখার জন্য গোলাপের পাপড়ির সঙ্গে ঘরোয়া কিছু উপাদান মিশ্রণ করে আপনি ঠোঁটের যত্ন নিতে পারেন খুব সহজেই। ঠোঁটের এক্সফোলিয়েশনের জন্য গোলাপের স্ক্রাব বানানোর প্রস্তুত প্রণালী জেনে নিন।

যা যা লাগবে
* ১ চা-চামচ শুকনো গোলাপের পাপড়ি
* ১ টেবিল চামচ বাদামি চিনি
* ১ টেবিল চামচ নারিকেল তেল অথবা অলিভ অয়েল
* ১ টেবিল চামচ মধু

প্রস্তুত প্রণালী : শুকনো গোলাপের পাপড়ি গুঁড়ো করে পিষে নিন। একটি ছোট পাত্রে শুকনো গোলাপের পাপড়ি গুঁড়ো, বাদামি চিনি এবং নারিকেল তেল একত্রে মিশ্রণ করুন। ঠোঁটকে ময়েশ্চারাইজ করতে মিশ্রণটিতে মধু যোগ করুন।  ঘন না হওয়া পর্যন্ত মিশ্রণটি অনবরত নাড়ুন। মিশ্রণটির সামঞ্জস্য বজায় রাখতে নারিকেল তেল পরিমাণে বেশি যোগ করুন। ঘন পেস্টের জন্য চিনির পরিমাণ বাড়িয়ে দিন।

এক্সফোলিয়েট করবেন যেভাবে : সামান্য পরিমাণ গোলাপের পাপড়ির স্ক্রাব নিয়ে আলতো হাতে ঠোঁটে লাগান। এক বা দুই মিনিটের জন্য ঠোঁটে বৃত্তাকারভাবে ম্যাসাজ করুন। এতে আপনার ঠোঁটের মৃত চামড়া দূর হবে। এভাবে কিছুক্ষণ রাখার পর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। যেহেতু ঠোঁট অনেকটা সেনসিটিভ, সেহেতু জোরে জোরে ঘষা যাবে না। একটি নরম তোয়ালে দিয়ে ঠোঁট মুছে নিন। এরপর আপনার প্রিয় লিপ বাম লাগান। ঠোঁটের হাইড্রেশন বজায় রাখতে একটি ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। 

স্ক্রাবটি যেভাবে সংরক্ষণ করবেন : একটি এয়ারটাইট কন্টেইনারে রাখুন, যেন কোনো বাতাসের সংস্পর্শ না পায়। সঠিকভাবে সংরক্ষণ করলে এটি আপনি কয়েক সপ্তাহ অনায়সে ব্যবহার করতে পারবেন। সপ্তাহে একবার অথবা দুইবার এই স্ক্রাবটি ব্যবহার করুন।

FI