ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সৌন্দর্য চর্চায় গোলাপজল 

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৮:৫৮ এএম

গোলাপজল বা রোজ ওয়াটার সাধারণত আমাদের দেশে মিষ্টি বা বিরিয়ানি জাতীয় রান্নায় ব্যবহার করা হয়। কিন্তু সৌন্দর্য চর্চায়ও গোলাপজলের দারুণ ভূমিকা রয়েছে। ত্বক ও চুল ভাল রাখতে এর জুড়ি মেলা ভার। কীভাবে এর ব্যবহার করবেন এবং আপনার ত্বক -চুলে কী জেল্লা নিশে আসবে চলুন জেনে নেই সেটা। 

* মুখে গোলাপজল স্প্রে করুন। এতে চেহারায় সতেজ ভাব আসবে। মেকআপ করার পর গোলাপজল স্প্রে করে নিলে মেক আপ মুখে ভাল ভাবে বসবে।

* রুক্ষ চুলকে কোমল বানাতে গোলাপজল ও গ্লিসারিন সম পরিমাণ মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোর সাহায্যে মাথার তালুতে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট মাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করুন।

* যে কোনও ধরনের ত্বকের জন্যই গোলাপজল ভাল ক্লিনজার হতে পারে। হালকা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়ে এক টেবিল চামচ গোলাপজলের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন।

* ক্লান্তির সব ছাপ কিন্তু চোখে ফুটে উঠে। ক্লান্ত চোখের ফোলা ভাব কমাতে বরফ ঠান্ডা গোলাপজলে তুলো ভিজিয়ে চোখের ওপর ১০ মিনট  লাগিয়ে রাখুন। চোখের ফোলা বা লাল ভাব কমে যাবে।

* হেয়ার কন্ডিশনার- শ্যাম্পু করার পর এক কাপ গোলাপজল দিয়ে চুল ধুয়ে নিন। ন্যাচরাল কন্ডিশনার হিসেবে খুব ভাল কাজ করে গোলাপজল।

* ত্বক পরিষ্কার করার পর বরফ ঠান্ডা গোলাপজলে তুলো ভিজিয়ে সারা মুখে লাগিয়ে নিন। গোলাপজল হাল্কা অ্যাস্ট্রিঞ্জেন্টের কাজ করে।

* এক টেবিল চামচ রোজ ওয়াটার, এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ব্রণের ওপর লাগিয়ে ৩০ মিনিট রাখুন। পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন। যে কোনও ভাল ফেস প্যাক গোলাপজলে গুলে মুখে লাগালেও উপকার পাবেন।

* মেক আপ তুলতে গোলাপজলের মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোয় নিয়ে আলতো করে মেক আপ তুলতে ব্যবহার করতে পারেন। মেক আপ তোলার পাশাপাশি ত্বকে পুষ্টিও জোগাবে এই মিশ্রণ।

* ত্বকের রোদে পোড়া দাগ দূর করে গোলাপজল। দুই টেবিল চামচ ময়দার সঙ্গে লেবুর রস ও গোলাপজল মিশিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। ১৫ মিনিট মুখে, হাতে-পায়ে মেখে রেখে ধুয়ে নিন।

* নিজেকে প্রশান্তি দিতে গোলাপজল ব্যবহার করতে পারেন। আমন্ড তেল বা ক্রিমের সঙ্গে রোজ ওয়াটার মিশিয়ে নিয়ে গোটা শরীর ময়শ্চারাইজ করুন। এতে ত্বক যেমন ভাল থাকবে, তেমনই ক্লান্তিও দূর হবে।

SN/SA
আরও পড়ুন