ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বলিরেখা থেকে মুক্তি পেতে নারিকেল তেল

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৯:০০ এএম

বয়সের সঙ্গে ত্বকের গঠনে পরিবর্তন আসবে এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে ত্বকের যত্ন নিবেন না তা কি হয় ! আর তা বলিরেখার বিষয়। তবে সবাই চান একটু রয়ে সয়েই আসুক ত্বকে বয়সের এই ছাপ। জানেন কি, ত্বকের বলিরেখা প্রতিরোধ করতে বেশ কার্যকর নারিকেল তেল? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখে বলিরেখা দারুণভাবেই দেখা যায়।

কারো কারো ক্ষেত্রে তা আরো বেশি। আবার তারুণ্যের বয়স থাকতে থাকতেই অনেকের ত্বকেই বলিরেখার ছাপ ফুটে ওঠে। ত্বকে বলিরেখা বা বার্ধক্যের ছাপে চেহারা বুড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক। বলিরেখার সঙ্গে ত্বক নিস্তেজ এবং প্রাণহীন দেখায়ও বটে। 

অনেকেই বলিরেখা দূর করতে বিভিন্ন বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন। বিউটি প্রোডাক্টগুলোতে থাকা রাসায়নিক উপাদান পরবর্তীতে এটি আপনার মুখের ত্বকের ক্ষতি করতে পারে। তাই কোনো পণ্যের ওপর নির্ভর না করে আপনার ঘরে থাকা একটি উপকরণকে কাজে লাগান। নারিকেল তেল ব্যবহারে ত্বক থেকে যেভাবে বলিরেখা দূর করে তা জেনে নিন-

নারিকেল তেলের সঙ্গে বেকিং সোডা: নারিকেল তেল এবং বেকিং সোডার মিশ্রণ ত্বককে ময়শ্চেরাইজ করে। এই মিশ্রণটি ট্যানিং এবং ডার্ক সার্কেলের সমস্যাও প্রতিরোধ করে। এই মিশ্রণটি তৈরি করতে প্রথমে একটি পাত্রে এক চামচ বেকিং সোডা এবং দুই চামচ নারিকেল তেল ভালোভাবে মিশিয়ে নিন। তারপর মিশ্রণটিতে এক চামচ লেবুর রস মেশাতে পারেন। মিশ্রণটি মুখে লাগান এবং ১ থেকে ২ মিনিটের জন্য বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন।

নারিকেল তেল এবং ভিটামিন-ই ক্যাপসুল: মুখের বলিরেখা কমাতে নারিকেল তেল এবং ভিটামিন-ই ক্যাপসুল একত্রে মিশিয়ে লাগাতে পারেন। ভিটামিন-ই ক্যাপসুল ত্বককে হাইড্রেট রাখে। বার্ধক্যজনিত লক্ষণ কমাতে সহায়তা করে। এই মিশ্রণটি তৈরি করতে একটি বোতলে নারিকেল তেল নিন। এতে একটি ভিটামিন-ই ক্যাপসুল ভেঙ্গে দিন। নারিকেল তেলের সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুলের এই মিশ্রণটি মুখে আলতো হাতে ম্যাসাজ করুন। শিগগিরই পার্থক্য বুঝতে প্রতিদিনের রূপরুটিনে এটি রাখুন।

নারিকেল তেল এবং মধু: এই মিশ্রণটি তৈরি করতে এক চামচ নারিকেল তেলের সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগান এবং ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এটি দুইবার বা তিনবার ব্যবহার করুন। এতে আপনার ত্বক উজ্জ্বল এবং মসৃণ দেখাবে। 

নারিকেল তেল এবং ক্যাস্টর তেল: ক্যাস্টর তেল মুখে কোলাজেন উৎপাদন বাড়ায়। তাই এর ব্যবহারে মুখে বার্ধক্যের লক্ষণ ধীরে ধীরে কমে যায়। নারিকেল তেল এবং ক্যাস্টর তেল- এ দু’টি তেল মিশিয়ে মুখে লাগান। নিয়মিত ব্যবহারে মুখের বলিরেখা কমতে শুরু করবে।

MB/SA
আরও পড়ুন