ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রূপের চর্চাতেও চাই আলু

আপডেট : ০১ জুন ২০২৪, ১১:২১ এএম

এই গরমে বাইরে বের হলেই মুখে ভেসে উঠছে কালচে দাগ। ছোপ ছোপ দাগে অস্বস্তি বাড়ছে অনেকেরই। কাজ ফেলে রোজ রোজ তো আর পার্লারে ছোটা সম্ভব না। ফেসওয়াশ, সানস্ক্রীনেও কাজ হচ্ছে না। তখন নির্ভর করতে পারেন আলুর ওপর। সবজি হিসেবে প্রিয় আলু এবার আপনাকে বাঁচাবে দাগছোপের যন্ত্রণা থেকে। আজকাল রূচর্চাতেও কিন্তু আলুর খুব কদর। ত্বকের কালো ছোপ, পিগমেন্টেশন এক নিমেষে উধাও হয় আলুর গুণেই। ভিটামিন, খনিজ এবং এনজাইম সমৃদ্ধ আলু ত্বকের নানা সমস্যায় দারুণ কার্যকর। বিশেষত ত্বকের পিগমেন্টেশন হালকা করে ত্বককে ঝলমলে করে তুলতে আলুর জুড়ি নেই! জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।

১. আলুর রস ত্বকের কালচে দাগ, ছোপ, পিগমেন্টেশন হালকা করতে দারুণ কাজে দেয়। একটি আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। মিক্সিতে আলুর পেস্ট করে নিন। এবার হাত দিয়ে চেপে চেপে রসটা বার করে নিয়ে ছেঁকে নিন। দাগ, ছোপের জায়গায় আলুর রস লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন ত্বকে আলুর রস লাগান।

২. পিগমেন্টেশন হালকা করতে আলুর স্লাইসও ব্যবহার করতে পারেন। একটি আলুর খোসা ছাড়িয়ে একেবারে পাতলা গোল করে কেটে নিন। মুখের যেসব জায়গায় দাগছোপ পড়েছে সেসব স্থানে কয়েক মিনিট ঘষুন আলুর স্লাইস। ত্বকে এর রসটা শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। কয়েক সপ্তাহ দিনে দু'বার এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন।

৩. লেবু এবং আলু একসঙ্গে ত্বকের দাগছোপ, পিগমেন্টেশন হালকা করতে খুব ভালো কাজ করে। আলুর ডেট করে রস বের করে নিন। এই রসের অর্ধেক লেবুর রস মিশিয়ে দাগছোপের উপরে লাগিয়ে মিনিট ১৫ রেখে দিন। পরে পানি মুখ দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এই মাস্কটি ব্যবহার করতে পারেন।

৪. রোদে পুড়ে ত্বকে ঝলমলে ভাবটাই উধাও হয়ে গেছে? আলুর সঙ্গে যোগ করুন মধু। ত্বককে ময়েশ্চারাইজ করতে এর জুড়ি নেই। একটি সেদ্ধ আলু চটকে নিন। এতে এক টেবিল চামচ মধু ভালোভাবে মেশান। কালচে দাগ ছোপের জায়গায় প্যাকটি লাগিয়ে রাখুন আধ ঘণ্টা। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার লাগাতে পারেন এই ফেসপ্যাক।

FI
আরও পড়ুন