ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঝলমলে চুলের জন্য ঘরেই বানান হেয়ার কন্ডিশনার

আপডেট : ২৪ জুন ২০২৪, ১০:১৯ এএম

চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু তো সবাই ব্যবহার করেন। শীতকাল হোক কিংবা গরমকাল চুলে ধুলো ময়লা জমবেই। ধুলো, ধোঁয়া, দূষণের কারণে চুলের নানা সমস্যায় ভোগেন নারী পুরুষ সকলেই। চুল পড়া থেকে বাঁচাতে ঠিকঠাক শ্যাম্পু করা প্রয়োজন। তবে রুক্ষ চুলকে বশ মানাতে এবং চুলকে ঝলমলে উজ্জ্বল করে তুলতে হলে শ্যাম্পুর পাশাপাশি প্রয়োজন কন্ডিশনার।

বেশিরভাগ শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনার দেওয়া থাকে। না হলে যেই ব্র্যান্ডের শ্যাম্পু সেই ব্র্যান্ডের কন্ডিশনার লাগান অনেকে। বাজারের কেনা বেশিরভাগ কন্ডিশনারেই থাকে নানা রকম রাসায়নিক, যা সাময়িকভাবে চুলকে রক্ষা করলেও তার পার্শ্বপ্রতিক্রিয়াও কম নয়।

এ ছাড়া আজকাল অনেকেই চুলে নানা রকম রাসায়নিক ব্যবহার, স্টাইলিংয়ের জন্য ঘন ঘন স্ট্রেটনিং বা কার্লিং করেন এতে চুল রুক্ষ হয়ে যেতে থাকে। এ জন্য বাড়িতেই প্রাকৃতিক উপাদান দিয়ে বানিয়ে নিতে পারেন কন্ডিশনার যা চুলকে অনেকটাই সুস্থ রাখতে সাহায্য করবে। বাড়িতে হাতের কাছে থাকা উপাদান দিয়ে  কীভাবে হেয়ার কন্ডিশনার বানাবেন চলুন জেনে নেওয়া যাক।

দই আর মধু: ঘরে থাকা দই এবং মধু একটি পাত্রে সমান পরিমাণে নিয়ে নিন। সেটা ভাল করে মিশিয়ে চুলে ৩০ মিনিট মতো লাগিয়ে রেখে দিন। তারপর পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে নিতে হবে। এই কন্ডিশনার আপনার চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।

গ্রিন টি: শ্যাম্পু করার পর আগে থেকে গ্রিন টি বানিয়ে ঠাণ্ডা করে রাখুন। শ্যাম্পু হয়ে গেলে এই চা দিয়ে ভাল করে চুলটা ধুয়ে নিন। কিছুক্ষণ মাথা ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এ্যালোভেরা: বাড়িতে এ্যালোভেরা গাছ বা হাতের কাছে থাকা এ্যালোভেরা জেল দিয়েও দারুন কন্ডিশনার বানানো যায়। এ্যালোভেরা পাল্প বা জেল শ্যাম্পু করার পর ২০ মিনিট মতো চুলে লাগিয়ে রেখে দিন। তারপর ভাল করে পানি দিয়ে চুল ধুয়ে নিন। এ্যালোভেরা জেল চুলকে নরম রাখতে সাহায্য করবে। 

আ্যাপেল সাইডার ভিনিগার: পানির সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার শ্যাম্পু করার পর এই মিশ্রণ চুলে বিশেষ করে মাথার ত্বকে ঢেলে কিছুক্ষণ ম্যাসাজ করে ভাল করে পানি দিয়ে ধুয়ে নিন।

MB/FI
আরও পড়ুন