ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মুখে দাগ নিয়ে মন খারাপ? ঘরোয়া উপায়েই আছে সমাধান

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১১:৩৬ এএম

সুন্দর মুখ কিন্তু মুখে দাগ। সৌন্দর্যের বারোটা বাজাতে এর চেয়ে বাজে জিনিস আর হয়না। নারী কিংবা পুরুষ আমরা সবাই নিজেকে সুন্দর করে রাখতে পছন্দ করি। কিন্তু নানা কারণে আমদের চেহারায় দাগ পড়ে থাকে। সেটা হজমের সমস্য়ার কারণে হতে পারে। দিন দিন বাতাসে যে হারে দূষণ বাড়ছে তা থেকেও দাগ আসতে পারে। এ ছাড়াও ত্বকের প্রোটিন মেলানিনের কারণে দাগের সমস্যা হতে পারে৷ অনেক সময় একজিমা, ফাংগাল ইনফেকশন, বাজারে তৈরি বিভিন্ন জাঙ্ক ফুড খাওয়ার কারণে, বার্ধক্যজনিত প্রভাবও মুখে দাগের কারণ হতেই পারে। তবে সতর্ক থাকতে হবে, এ দাগ যাতে মুখে বসে না যায়। অর্থাৎ স্থায়ী হয়ে না যায়। দাগ মেটাতে বাজার থেকে কেমিক্যাল যুক্ত নানা ক্রিম ব্যবহার করবেন না। মুখের দাগ থেকে মুক্তি পেতে ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলুন এইসব ফেসপ্যাক।

আলু
আলু কিন্তু দাগ মেটাতে বেশ উপযোগী উপাদান। আলুতে থাকে ক্যাটেকোলেজ নামক একধরনের উপাদান, যা ত্বক উজ্জ্বল করতে এবং রোদে পোড়াভাব দূর করতে সাহায্য করে। কখনো কখনো মেছতার কঠিন দাগও দূর করতে পারে আলু। আলু ভালো করে পেস্ট করে নিন। গোসলের আগে সারা মুখে লাগিয়ে রেখে দিন৷ এই আলু পেস্টের সঙ্গে চন্দন, গোলাপজলও  ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে পারবেন। কিছুক্ষণ রেখে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ এতে সহজেই মুখের দাগ থেকে মুক্তি পেতে পারেন। এছাড়া আলু ধুয়ে স্লাইস করে কেটে সেটাও মুখে চক্রাকারে ঘষে নিলে উপকার পাবেন।

কমলার খোসা
কমলালেবুর খোসায় থাকে সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি। ভিটামিন সিও ত্বকের দাগছোপ দূর করতে সাহায্য করে। কমলালেবুর খোসা স্ক্রাব হিসেবেও ভালো। আর এই স্ক্রাব ত্বকের নতুন কোষ তৈরিতে সাহায্য করে। কমলালেবুর খোসা সরাসরি ব্লেন্ড করে বা রোদে শুকিয়ে গুঁড়ো করে স্ক্রাব তৈরি করা যায়। ভালো ফল পেতে এর সঙ্গে কিছুটা লেবুর রস, দুধ ও মধু মিশিয়ে ব্যবহার করা যায়। এ স্ক্রাব মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে। দিনে একবার এটি ব্যবহার করলে দাগছোপ দূর হওয়ার সঙ্গে ত্বক কোমল ও উজ্জ্বল হবে।

অ্যালোভেরা জেল এবং মুলতানি মাটি 
মুখের দাগ তুলতে  এই দুটির মিশ্রণকে ব্যবহার করতে পারেন ৷ অ্যালোভেরা জেলের সঙ্গে মুলতানি মাটি, সামান্য দুধ এবং হলুদ গুঁড়ো মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন। এটি আপনার মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রাখুন। শুকানোর পর পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন ৷

লেবুর রস ও চন্দন গুড়ো
ত্বকের সৌন্দর্যে চন্দন গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বহুকাল ধরে ব্যবহৃত হয়। মুখে দাগ দূর করতে একটি পাত্রে চন্দর গুড়ো ও লেবুর রস নিয়ে ভালো করে এটিকে পেস্ট বানিয়ে নিন৷ এই পেস্ট সারামুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন ৷ শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন ৷ এই প্যাক মুখের দাগ নিরাময় করতে সাহায্য় করবে।

HK/FI
আরও পড়ুন