ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুন্দর চুলের জন্য নিয়ম মেনে তেল দিন

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০২:৪৬ পিএম

একটা সময় ছিল যখন বিকেল হলেই বাড়ির মেয়েরা বড়দের কাছে তেল-চিরুনি, ফিতা নিয়ে চুল বাধঁতে বসতো। আজকাল ব্যস্ত সময়ে আয়োজন করে চুল সাজানোর সময় নেই কারো। অনেকে তো চুলে তেল দেওয়াই ছেড়ে দিয়েছেন। যারা এখনও তেল ব্যভহার করেন তারাও হুড়োহুড়িতে সঠিকভাবে যত্ন নিতে পারেন না।  চুলে সঠিক পুষ্টি যোগাতে তেলের গুরুত্ব অপরিসীম। এ ছাড়া চুলকে সিল্কি করতে ও চুল গজাতেও সাহায্য করে তেল। কিন্তু চুলে নিয়মিত তেল দেওয়ার পরও দেখা যায় চুল অপুষ্টিতে ভুগছে, চুল ঝলমলে দেখাচ্ছে না। আসলে চুলে তেল লাগানোর কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো অনুসরণ করলে চুলের সুস্থতা ফিরিয়ে আনা সম্ভব। কীভাবে? চলুন জেনে নেই।
 
ঈষদুষ্ণ তেল
ঠাণ্ডা তেল দিয়ে ম্যাসাজ করা আর হালকা গরম তেল দিয়ে ম্যাসাজ করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। হালকা গরম তেল চুলে লাগালে অনেক বেশি কার্যকর ফল পাওয়া যায়। আর এই তেল সহজেই মাথার ভিতর পৌঁছে যায়। তাই মাথায় লাগানোর আগে তেলটা হালকা গরম করে নিন।

খুব জোরে ম্যাসাজ নয়
গরম তেল দিয়ে শুধু ম্যাসাজ করলেই হবে না। মনে রাখতে হবে খুব জোরে জোরে ম্যাসাজ করলে চুলের গোড়া থেকে চুল দুর্বল হয়ে যায়। জটও পড়ে বেশি। তাই হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। চুল ভালো থাকবে এবং তেলটাও ভালো বসবে।

চুলে তেল দিয়েই শ্যাম্পু করবেন না
চুল ভালো রাখতে তেল লাগান। অনেকেই আছেন যারা চুলে শ্যাম্পু করার আগে তেল দিয়েই ধুয়ে ফেলেন। এভাবে চুল কখনও তেলের পুষ্টি পায় না। তাই চুলে তেল দিয়ে মাথায় বসার সময় দিন। তেল যেন পুরো চুলে ভালোভাবে মিশিয়ে নিতে পারে, সেই সময় দিতে হবে। আপনি আগের রাতে চুলে তেল দিয়ে পরদিন সকালে শ্যাম্পু করতে পারেন। হালকা গরম পানি দিয়ে চুল পরিষ্কার করতে পারেন

চুলে তেল দেওয়ার আগে আঁচড়ে নিন
জট পড়া চুলে তেল লাগালে আরও বেশি জট পড়ে যায়। এতে চুলের গোড়া ফাটার সমস্যা দেখা দিতে পারে। তাই তেল লাগানোর আগে জট ছাড়িয়ে নিন। ফলে চুলে সুন্দরভাবে তেল লাগাতে পারবেন।

চুলের ডগাতেও তেল লাগান
তেল লাগানোর সময় চুলের গোড়াতেই বেশি ম্যাসাজ করা হয়। চুলের বাকি অংশগুলিরও সমানভাবে যত্ন প্রয়োজন। আসলে, চুলের সব থেকে স্পর্শকাতর অংশ হল ডগা। ধুলো-ধোঁয়া, সূর্যের তাপ বা বাহ্যিক নানা কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় চুলের ডগা। তেল লাগানোর সময় তাই চুলের গোড়ার পাশাপাশি ডগাতেও ভালো করে তেল লাগান।

FI
আরও পড়ুন