ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কত দিন পরপর টুথব্রাশ পরিবর্তন করা উচিত?

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৩:০৪ পিএম

অনেকেই জানেন না কতদিন পর পর টুথব্রাশ বদলানো উচিত। আর তাইতো দিনের পর দিন একই ব্রাশ দিয়ে দাঁত মেজে চলেছেন। ব্যবহার করতে করতে ভুলেই গিয়েছেন কবে কেনা হয়েছিল ‍টুথব্রাশটা। আর পাল্টানোর কথাও মনে হয় না যতক্ষণ না নষ্ট হয়।

যখন পরিবর্তন করা উচিত
নষ্ট হোক বা না হোক, টুথব্রাশ প্রতি তিন থেকে চার মাস পরপর পরিবর্তন করা উচিত। ডেন্টালিস্টদের মতে, কারণ এই সময়ের মধ্যে টুথব্রাশে ব্যাক্টেরিয়া জন্মাতে থাকে। আর ধুলেও সহজে পরিষ্কার হয় না।

বদলানোর আরও লক্ষণ
টুথব্রাশ বদলানোর আরেকটি প্রধান লক্ষণ হল ব্রাশের ক্ষয়। ব্রাশের ক্ষয় শুরু হওয়া মাত্র বদলাতে হবে। এছাড়া কোনো কারণ ছাড়া অসুস্থ হতে থাকলেও টুথব্রাশ পরিবর্তন করা উচিত। যাতে জীবাণুর আক্রমণ প্রতিরোধ করা যায়।

টুথব্রাশ টেকসই করার পন্থা
দাঁত মাজার সময় সঠিক চাপে ব্যবহার করলে টুথব্রাশ বেশিদিন টেকে। বেশি জোরে চাপ দিয়ে দাঁত মাজা এড়াতে হবে। এতে ব্রাশের আকৃতি ঠিক থাকবে। এছাড়া বাসন ধোয়ার সাবান ব্যবহার করে পরিষ্কার করলে টুথব্রাশ বেশিদিন টেকসই হয়। এই কথাটা অনেকেই জানে না।

AHA/WA
আরও পড়ুন