লাইফস্টাইল ডেস্ক: সেলিব্রিটিদের সৌন্দর্যের রহস্য নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। তাদের সাজ-পোশাক, বিলাসী জীবনধারা অন্য সাধারণ মানুষ থেকে বেশ ভিন্ন। সেলিব্রিটি মানেই ‘ভারী মেকআপ’- এমনটাই ভাবা হতো এতকাল। তবে আজকাল মেকআপ করেও 'নো মেক-আপ' লুক দিয়ে নিজেদের স্বাভাবিক সৌন্দর্যে মুগ্ধ করছেন অনেক তারকাই।
সম্প্রতি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের ১০ মিনিটের ‘সানবার্ন গ্লো’ মেকআপের ভিন্ন ধর্মী একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় রীতিমত হইচই ফেলেছে। আলিয়ার মেকআপের ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি সেখানে ভারী মেকআপ বর্জন করে হালকা মেকআপ করেছেন এবং মাত্র ১০ মিনিটে। ‘সানবার্ন গ্লো’ ত্বক পেতে আলিয়া প্রথমে প্রাইমার ব্যবহার করেন।
তিনি বলেন, প্রাইমার দিতে তিনি বেশ পছন্দ করেন এবং এটি একটি বিশেষ প্রাইমার। কারণ প্রাইমারটিতে হাইলাইটার, প্রাইমার এবং ক্রিম সব একসঙ্গে পাওয়া যায়।

আলিয়া বলেন, মেকআপ করার সময় ব্রাশ ব্যবহারে তিনি স্বচ্ছন্দ নন। তাই মেকআপ তার মুখে ভালোমত ব্লেন্ড করার জন্য ব্রাশ ছাড়াই হাত ব্যবহার করেন আলিয়া। এ অভিনেত্রীর প্রিয় কনসিলার ক্রিমি কনসিলার। ত্বকের বলিরেখা এবং চোখের নিচের কাল দাগ ঢাকতে প্রাইমারের পরে কনসিলার ব্যবহার করেন তিনি। মেকআপ ব্লেন্ডার দিয়ে চেপে চেপে তার চোখের নিচে, কপালে ভালোমত কনসিলার বসিয়ে নেন। এরপর গালে লাগান পিচ রঙের ব্লাশার। তারপর ফেস কন্ট্যুরিং করে ট্রান্সপ্যারেন্ট পাউডার লাগান চোখের নিচে। চোখে গোলাপী আইশেড, কাজল এবং মাসকারা দেন। চোখের নিচেও হালকা একটি শেড ব্যবহার করেন। এরপর একটি কমপ্যাক্ট পাউডার নিয়ে ব্রাশ দিয়ে পুরো মুখে সামান্য পরিমাণ দেন। নিজেকে গ্লো দেখাতে হাইলাইটার ব্যবহার করেন এ অভিনেত্রী। শেষে একটি ম্যাট লিপস্টিক দেন। তিনি একটি লিপবাম ব্যবহার করেন এবং বলেন সবসময় তার ব্যাগে লিপবাম থাকে।
হালকা এ মেকআপ আলিয়াকে অনেক বেশি সজীব একইসঙ্গে উজ্জ্বল দেখাচ্ছিল। কম সময়ে নিজেকে তৈরি করতে আপনি চাইলে আলিয়া ভাটের এ মেকআপ লুকটি অনুসরণ করতে পারেন।
