বেশিরভাগ ‘এসির’ রং সাদা হয় কেন

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০১:২১ পিএম

বর্তমানে যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে হাইস্পিড ফ্যান বা এসি না হলে যেন একদমই চলে না কারো। গরমে একটু স্বস্তি পেতে এসি কিনছেন অনেকেই। তবে এসির ক্ষেত্রে প্রিয় রঙের এসি কেনার সুযোগ নেই তেমন। কারণ বেশিরভাগ এসির রং হয় সাদা। অফিস, মার্কেট অথবা বাড়িতে আমরা বেশির ভাগ সময়ই সাদা রঙের এসির বডি দেখতে পাই। এই ব্যাপারটা নিশ্চয়ই খেয়াল করেছেন। কিন্তু জানেন কি, কেন বেশিরভাগ এসির রং সাদা হয়?

আসলে এসির বডি সাদা করার কারণ হলো সাদা রং কম সূর্যের আলো শোষণ করে, অর্থাৎ সাদা রং সূর্যের আলোকে খুব বেশি আকর্ষণ করে না। যা ইন্টারনাল কম্প্রেসারকে সুরক্ষিত রাখে। যে কারণে এসির রংকে সাদা রাখা হয়। স্প্লিট এসির ক্ষেত্রে এখন অনেক সময় কিছু কোম্পানি অন্য রঙের উৎপাদন করে। ইন্টিরিয়রের হিসেবেও সাদা ছাড়া অন্য রঙের এসি এখন পাওয়া যায় বটে। তবে আউটডোর ইউনিট সব সময় সাদা রঙেরই হয়।

তবে এখন কিছু অত্যাধুনিক এসি লাল, কালো ইত্যাদি রঙেরও হয়। তবে এসির আউটডোর ইউনিট কিন্তু সাদা ছাড়া অন্য রঙের প্রায় দেখাই যায় না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

AHA/FI
আরও পড়ুন