কাপড়ে রক্তের দাগ শুকিয়ে গেলে তা দূর করা একটু কষ্ট হয়ে যায়। ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক, পরিচ্ছন্নতা এবং আত্মত্যাগের শিক্ষা। কোরবানির ঈদের সকালে অনেকেই নতুন বা সাদা পাঞ্জাবি পরে নামাজ পড়ে সরাসরি চলে যান কোরবানির মাঠে।
এ সময় পশু জবাইয়ের সময় পাশে দাঁড়ালে বা সাহায্য করলেই জামায় লেগে যায় রক্তের দাগ। কিন্তু রক্তের দাগ শুকিয়ে গেলে তা যে পরিষ্কার করা যায় না, তা নয়। তবে যেকোনো কাপড় পরিষ্কার করার আগে আমাদের উচিত কাপড়ের গায়ে কেয়ার লেবেল দেখে নেয়া। কাপড়ে কিছু কিছু দাগ লাগলে সহজেই ধুয়ে তুলে ফেলা যায়্। কিন্তু কিছু দাগ আছে যেগুলো সহজেই উঠে না ।
১. ঠাণ্ডা পানি ব্যবহার করুন
তাজা রক্তের দাগ তুলতে প্রথমেই কাপড়টি ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন। গরম পানি ব্যবহার করলে দাগ স্থায়ী হতে পারে।
২. লবণ পানি
এক গ্লাস ঠাণ্ডা পানিতে ২ চা চামচ লবণ মিশিয়ে তুলা দিয়ে দাগে আলতো চাপ দিন। এতে দাগ ধীরে ধীরে হালকা হবে।
৩. হাইড্রোজেন পার-অক্সাইড
এটি রক্তের রঙ অক্সিডাইজ করে ফেলে। তবে ব্যবহারের আগে কাপড়ের একটি ছোট অংশে পরীক্ষা করে নিন।
৪. বেকিং সোডা ও ভিনেগার:
বেকিং সোডা ও পানি দিয়ে পেস্ট তৈরি করে দাগে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এছাড়া ভিনেগার ও পানি মিশিয়ে স্প্রে করেও দাগ তুলতে পারেন।
৫. পুরনো দাগে রাসায়নিক ব্যবহার করুন:
দাগ পুরনো হয়ে গেলে দাগ তোলার এনজাইমযুক্ত পণ্য ব্যবহার করতে হবে। তবে ব্যবহারপূর্বে নির্দেশনা পড়ে নিন।
সতর্কতা
দাগ উঠার আগেই কাপড় রোদে শুকাবেন না, এতে দাগ স্থায়ী হতে পারে। যতক্ষণ না পুরো দাগ উঠছে, ততক্ষণ কাপড় ছায়ায় শুকান।
