ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ত্বকের যত্নে মধু ব্যবহার করবেন যেভাবে

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:১৮ এএম

সুন্দর ত্বক কে না চায়? এ কারণে অনেকেই বাজারের নামি দামি পণ্য ব্যবহার করেন। এতে ত্বকে ক্ষতির আশঙ্কা থাকে। সবচেয়ে ভালো হয় ত্বকের যত্নে ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারলে । সে ক্ষেত্রে মধুর তুলনা নেই।

রূপ বিশেষজ্ঞদের মতে, মধু হলো এমন একটি উপাদান যা খুব দ্রুতই ত্বক সুন্দর করতে পারে। বিশেষ করে খাঁটি মধুর গুণাগুণ অপরিসীম। এতে থাকে প্রাকৃতিক এনজ়াইম। যা ত্বকের জন্য খুবই উপকারী। ত্বক মসৃণ রাখতে মধুর ভূমিকা অপরিসীম। মধুর ভিতরে থাকা উপকারী ব্যাকটেরিয়া তৈলাক্ত ত্বকের ব্রণ প্রতিরোধ করতে সাহায্য করে। এমনকী ত্বকে কোনও ক্ষত চিহ্ন থাকলেও মধুর ব্যবহারে তা নির্মূল করা সম্ভব। সপ্তাহে দু’দিন মধু দেওয়া স্ক্রাব করলে ত্বকের মৃত কোষ তুলে ফেলা যায়। এতে ত্বক অনেক উজ্জ্বল হয়ে ওঠে।নিয়মিত মধুর ব্যবহার করলে পরবর্তীকালে চর্মরোগ হওয়াও প্রতিরোধ করা যায়।

কী ভাবে ত্বকে ব্যবহার করতে পারেন মধু
● মাস্ক হিসেবে খাঁটি মধু মুখে মেখে আধঘণ্টা রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক ভালো থাকবে।

● বেসন, মধু ,দই-এর পেস্ট মুখের অবাঞ্ছিত ট্যান তুলতে সাহায্য করে।

যাদের ত্বক সংবেদনশীল বিশেষজ্ঞ কিংবা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন কিছুই ব্যবহার করা তাদের জন্য বিপজ্জনক।

khk
আরও পড়ুন