ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে? কারণ জানুন

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৭:২৪ পিএম

অল্প বয়সেই চুল পেকে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। এজন্য পাকা চুল প্রতিরোধে কিছু অভ্যাসের দিকে মনোযোগী হতে হবে। স্বাস্থ্যকর ডায়েট, দুশ্চিন্তা ও মানসিক চাপ, অতিরিক্ত প্রসেসড খাবার ও জাংক ফুড খাওয়া, পর্যাপ্ত ঘুম, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার।

নিচে চুল পেকে যাওয়ার প্রধান কারণগুলো দেওয়া হলো:

১. জেনেটিক কারণ (বংশগত): 

পরিবারে যদি কারও অল্প বয়সে চুল পাকা শুরু হয়ে থাকে, তাহলে আপনারও সেই সম্ভাবনা বেশি থাকে।

২. অপুষ্টি:   

ভিটামিন বি১২, আয়রন, জিঙ্ক ও কপার-এর ঘাটতি চুল পাকার অন্যতম কারণ।

৩. মানসিক চাপ ও দুশ্চিন্তা: 

চরম স্ট্রেস শরীরের হরমোনে প্রভাব ফেলে, যা চুলের রঙ নির্ধারণকারী কোষ মেলানিন কমিয়ে দেয়।

৪. অতিরিক্ত প্রসেসড খাবার ও জাংক ফুড খাওয়া:

অতিরিক্ত প্রসেসড খাবার ও জাংক ফুড খাওয়ায় শরীরের স্বাভাবিক পুষ্টি শোষণে বাধা দেয়, যা চুলের উপর প্রভাব ফেলে।

৫. ধূমপান: 

ধূমপান রক্তনালীর ক্ষতি করে, যার ফলে চুলের গোঁড়ায় পুষ্টি পৌঁছায় না এবং চুল পেকে যায়।

৬. হরমোনজনিত সমস্যা:

থাইরয়েড বা অন্য কোনো হরমোনের ভারসাম্যহীনতা চুল পাকার কারণ হতে পারে।

৭. অটোইমিউন ডিজঅর্ডার

যেমন: ভিটিলিগো বা অ্যালোপেশিয়া অ্যারেটা-যেখানে দেহ নিজেই মেলানিন কোষ নষ্ট করে দেয়।

MH/FJ
আরও পড়ুন