ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রতিদিন পাউরুটি খাচ্ছেন? জানুন ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির কথা

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৬:৩০ পিএম

সকালের ব্যস্ততায় ঝটপট নাশতা মানেই অনেকের কাছে পাউরুটি। মাখন, জ্যাম, ডিম বা এক কাপ চায়ের সঙ্গে পাউরুটি যেন নিত্যদিনের সঙ্গী। সহজলভ্য ও দ্রুত প্রস্তুতযোগ্য বলে শহুরে জীবনে এটি অত্যন্ত জনপ্রিয়। কিন্তু জানেন কি, নিয়মিত পাউরুটি খাওয়া আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে?

পাউরুটির ভেতরে লুকানো ঝুঁকি

ইস্ট: খালি পেটে ইস্টজাতীয় খাবার খাওয়া শরীরে নানা হজমজনিত সমস্যা তৈরি করতে পারে।

গ্লুটেন: যাদের আগে থেকেই গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের জন্য পাউরুটি একেবারেই অনুপযোগী।

মস্তিষ্কের ক্ষতি: চিকিৎসকদের মতে, পাউরুটিতে থাকা কিছু যৌগ মস্তিষ্কের কার্যকারিতায় নেতিবাচক প্রভাব ফেলে।

কেন প্রতিদিন নয়?

ময়দায় ফাইবার নেই বললেই চলে যা কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়ায়।

প্রচুর ক্যালোরি ও কার্বোহাইড্রেট থাকে যা দ্রুত ওজন বাড়ায়।

চিনি ও লবণ বেশি যার ফলে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।

ক্ষতিকর কোলেস্টেরল বৃদ্ধি করে যার ফলে হৃদরোগের সম্ভাবনা বাড়ে।

স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে?

সকালের নাশতায় ঝটপট কিন্তু পুষ্টিকর কিছু খুঁজছেন? চেষ্টা করতে পারেন-

ভেজিটেবল ওটস প্যানকেক

ফলের সালাদ বা স্মুদি

ডিম-সবজির অমলেট

চিড়া, দুধ ও বাদামের মিশ্রণ

কর্নফ্লেক্স বা মুসলি

এসব খাবার সহজেই বানানো যায় এবং শরীরকে দেবে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি।

পাউরুটি সম্পূর্ণ বাদ দিতে হবে তা নয়, তবে প্রতিদিন অভ্যাসে পরিণত করলে এর ক্ষতি বেশি। মাঝে মাঝে খাওয়া যায়, তবে নিয়মিত নাশতায় রাখুন ফাইবার, প্রোটিন ও ভিটামিনসমৃদ্ধ খাবার।

DR/FJ
আরও পড়ুন