ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঠোঁট গোলাপি করার ঘরোয়া উপায়

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম

ঠোঁট মানুষের চেহারার অন্যতম নজরকাড়া অংশ। তবে নানা কারণে ঠোঁট তার প্রাকৃতিক গোলাপি রং হারিয়ে ফেলে এবং কালচে হয়ে যায়। অতিরিক্ত রোদ, পানিশূন্যতা, ধূমপান, চা-কফির মাত্রাতিরিক্ত গ্রহণ কিংবা মানহীন প্রসাধনী ব্যবহার- সবই হতে পারে এর পেছনের কারণ।

যদিও বাজারে বিভিন্ন কসমেটিক পণ্য রয়েছে, তবে সেগুলো ব্যয়বহুল ও পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় সহজ, সাশ্রয়ী ও নিরাপদ সমাধান হতে পারে ঘরোয়া প্রাকৃতিক উপায়। শুধু উপকার নয়, এগুলো ঠোঁটের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনতেও বেশ কার্যকর।

চলুন জেনে নিই এমনই ৫টি ঘরোয়া উপায়, যা নিয়মিত ব্যবহার করলে ঠোঁট হবে স্বাভাবিকভাবে গোলাপি, কোমল ও হাইড্রেটেড- 

 চিনি এবং অলিভ অয়েলের স্ক্রাব

এই এক্সফোলিয়েটিং স্ক্রাব ত্বকের মৃত কোষকে সরিয়ে দেয়, যা বেশিরভাগ ক্ষেত্রে ঠোঁটকে নিস্তেজ এবং কালো করে। অলিভ অয়েল ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই সমৃদ্ধ, যা গভীর পুষ্টি দেয় এবং স্ক্রাবিংয়ের পরে শুষ্কতা রোধ করে।

লেবু এবং মধু

লেবু একটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট যা রং হালকা করতে সাহায্য করে, অন্যদিকে মধু গভীরভাবে আর্দ্রতা দেয় এবং শুষ্কতা প্রতিরোধ করে। মধু অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা সূর্যের ক্ষতি দূর করে এবং পরিবেশগত চাপ থেকে ঠোঁটকে রক্ষা করে।

গোলাপের পাপড়ি এবং দুধের পেস্ট

গোলাপের পাপড়ি প্রাকৃতিক গোলাপি আভা এনে দেয়। দুধের ল্যাকটিক অ্যাসিড ঠোঁটের মৃত কোষ তুলে ফেলে। পেস্ট তৈরি করে ঠোঁটে লাগান, সপ্তাহে ৩ দিন ব্যবহারেই মিলবে ফল।

বিটরুটের রস

বিটরুটে থাকা প্রাকৃতিক রঞ্জক পদার্থ ঠোঁটে আনে হালকা লালচে টোন। এটি ঠোঁটকে পুষ্টিও দেয়। রাতে বিটরুটের রস লাগিয়ে ঘুমালে সকালে ঠোঁট দেখাবে উজ্জ্বল ও প্রাণবন্ত।

অ্যালোভেরা জেল

অ্যালোভেরায় অ্যালোইন থাকে। এটি একটি প্রাকৃতিক রঙ্গক অপসারণকারী এজেন্ট, যা ঠোঁটের কালচে ভাব হালকা করার জন্য আদর্শ। এর প্রদাহ-বিরোধী এবং হাইড্রেটিং বৈশিষ্ট্য ঠোঁট ফাটা প্রশমিত করে এবং আর্দ্রতা বজায় রাখে।  ঠোঁটে খাঁটি অ্যালোভেরা জেলের একটি পাতলা স্তর লাগান এবং সারারাত রেখে দিন। সর্বাধিক উপকারের জন্য প্রতিদিন ব্যবহার করুন।

প্রাকৃতিক উপায়েই ফিরে আসুক ঠোঁটের হারানো গোলাপি সৌন্দর্য! ব্যয়বহুল কসমেটিক নয়, নিয়মিত যত্নেই থাকুক আপনার হাসি উজ্জ্বল ও প্রাণবন্ত।

LH/FJ
আরও পড়ুন