ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সংসারের দৈনন্দিন খরচ কমানোর ২৪ উপায়

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৭:৪১ এএম

বাজারে সংসারের বাজেট মেলানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। মাছ-মাংস, শাকসবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম বেড়ে যাওয়ায় অনেক পরিবারই হিমশিম খাচ্ছে। তবে একটু সচেতনতা, পরিকল্পনা ও জীবনযাপনে কিছু পরিবর্তন আনলেই খরচ কমানো সম্ভব

১) সব খরচের তালিকা করুন

২) বাইরের কফি বাদ দিন

৩) সাইকেলে বা হেঁটে কর্মস্থলে যাওয়া

৪) ব্র্যান্ডের পণ্য এড়িয়ে চলুন

৫) বাসার খাবার খাওয়ায় অভ্যস্ত হোন

৬) গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা আনুন

৭) দামি পানীয় এড়িয়ে চলার চেষ্টা করুন

৮) পুরনো জিনিস বিক্রি করুন

৯) অনলাইন সাবসক্রিপশন কমানো

১০) ব্যয়বহুল ক্লিনিং পণ্যের ব্যবহার কমানো

১১) বিলাসবহুল সৌন্দর্যপণ্য এড়িয়ে চলা

১২) জিমের সদস্যপদ বাতিল করা

১৩) কার্ডে নয়, নগদ লেনদেন করুন

১৪) অফারে নজর দেবেন না

১৫) খাবারের ব্যয় কমান

১৬) ডেবিট বা ক্রেডিট কার্ড বাসায় রেখে যান

১৭) আয়ের কষ্ট মাথায় রাখুন

১৮) ঋণ বা সঞ্চয়ে মন দিন

১৯) সময় নিন

২০) পুরোনো সরিয়ে নতুন আনুন

২১) তালিকার বাইরে যাবেন না

২২) নিজেকে চ্যালেঞ্জ করুন

২৩) খুচরা পয়সা জমান

২৪) শূন্য খরচের দিন পালন করুন

HN
আরও পড়ুন