নির্বাচনে কোনো পক্ষ অবলম্বন না করে পেশাদারিত্ব বজায় রাখতে হবে: ইসি সানাউল্লাহ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

আগামী নির্বাচন সুষ্ঠভাবে সম্পাদনের জন্য এখন থেকেই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। তিনি বলেন, যেকোনো অবস্থাতেই যেন আসন্ন নির্বাচন বিঘ্নিত না হয়। আমাদের দায়িত্ব সৎভাবে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা। নির্বাচনে আমাদের কাজ হবে স্বচ্ছ। সবাই আইন অনুযায়ী কাজ করবেন।

সোমবার (৫ জানুয়ারি) বান্দরবান পুলিশ লাইন্স প্রাঙ্গণে আয়োজনে বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সবাইকে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো পক্ষ অবলম্বন করা যাবে না। বর্তমান সময়ে দৃঢ়ভাবে কাজ করাই সবচেয়ে বড় বিষয়।

মো. সানাউল্লাহ আরও বলেন, মাঝপথে ছোটখাটো কিছু বিষয় আমাদের মনোবলে প্রভাব ফেলেছিল। তবে, সেই পর্যায়গুলো অতিক্রম করে আমরা মনোবল আবারও প্রতিস্থাপিত করতে পেরেছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, একদিনের সফরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বান্দরবান সফরে আসেন। সফরকালে তিনি পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন। 

পরে জেলা প্রশাসক কার্যালয়ে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেলের সভায় যোগ দিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

FJ
আরও পড়ুন