ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাসহ মোট ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন করা হয়।
আদেশে বলা হয়, উল্লেখিত কর্মকর্তাগণকে নির্বাচন কমিশন সম্মতি প্রদান করায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে উল্লিখিত স্থানে পদায়ন করা হলো।
পদায়নকৃত কর্মকর্তাগণের নামের তালিকা দেখতে ক্লিক করুন।
মনোনয়নপত্র বাতিল: প্রথম দিনে ৪২ প্রার্থীর আপিল