বাংলাদেশে অবস্থিত হাইকমিশন থেকে নিজেদের অপ্রয়োজনীয় কর্মী ফিরিয়ে নিচ্ছে ভারত। বুধবার (৭ আগস্ট) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে অপ্রয়োজনীয় স্টাফ এবং পরিবারদের সদস্যরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে ফিরে যাচ্ছেন।
রাজনৈতিক অস্থিরতা ও প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করায় বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে সমস্ত অপ্রয়োজনীয় স্টাফ এবং তাদের পরিবারকে সরিয়ে নিচ্ছে দেশটি।
