ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশের কূটনৈতিক কেন্দ্রে হামলা

ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব

‘ভারত আমাদের সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। এর ফলে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে।’

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩২ পিএম

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার  পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমাশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির থাকতে বলা হয়। খবর কূটনৈতিক সূত্রের।

মঙ্গলবার দুপুরেই অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন চাঁদপুরে সাংবাদিকদের জানিয়েছিলেন,   ‘ভারত আমাদের সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। এর ফলে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে।’

তিনি বলেন, ‘পায়ে পড়ে ঝগড়া নয়, প্রতিবেশি দেশের সাথে আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু তারা যদি আমাদের সঙ্গে পায়ে পড়ে ঝগড়া করতে চায়, তাহলে বাংলাদেশি কেউ আর ভারতমুখী হবে না।’

আগরতলায় সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়। এ সময় ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালান।

 

 

 

MN
আরও পড়ুন