১৪ দিন কারাবাসের পর জামিন পেয়ে ঘরে ফিরেছেন ‘ক্রিম আপা’ খ্যাত আলোচিত কনটেন্ট ক্রিয়েটর শারমিন শিলা।
এক ভিডিও বার্তায় এ খবর নিশ্চিত করেন তিনি নিজেই । সেইসঙ্গে জানালেন, এখন থেকে ভালো ভালো ভিডিও তৈরি করবেন তিনি।
ভিডিও বার্তায় তিনি আরো বলেন, আপনারা অনেকেই আমার জন্য দোয়া করেছেন। এ জন্য আপনাদের মাঝে ফিরে এসেছি। আজ কোনো ভিডিও তৈরি করতে চাইনি আমি। তবে আমার বড় ভাইয়ের ইচ্ছায় এ ভিডিও তৈরি করেছি। শুরু থেকেই আমার পাশে ছিলেন তিনি। আমার জামিনের জন্য দিন-রাত চেষ্টা করেছেন। এ জন্য আজ জামিন পেয়েছি আমি।
এরপরই শারমিন শিলা বিশেষ বার্তা দিয়ে বলেন, জামিন পাওয়ার পর আপনাদের মাঝে ফিরে এসেছি। এখন থেকে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করব আমি।
যে ভিডিওর জন্য দীর্ঘ ১৪ দিন আপনাদের মাঝে ছিলাম না, ইনশাআল্লাহ্ সে ধরনের (সন্তানদের নির্যাতনের ভিডিও) ভিডিও আর কখনো তৈরি করব না। সুন্দর সুন্দর কাজ করব। আপনারা সবাই আমার ভাই-বোন ও পরিবারের জন্য দোয়া করবেন
কনটেন্ট ক্রিয়েটর শারমিন শিলা গত ১০ এপ্রিল সাভার থেকে গ্রেপ্তার হন ‘ক্রিম আপা’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর শারমিন শিলা। সন্তানদের ওপর নির্যাতন চালিয়ে ভিডিও তৈরির অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
