ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ না হওয়া প্রসঙ্গে বিবিসির সঙ্গে খোলামেলা কথা বলেছেন ড. ইউনূস। এসময় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ জানান।
গত ৯ জুন সন্ধ্যায় চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে শনিবার (১৪ জুন) সকালে দেশে ফেরেন তিনি। এ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। যা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নানা আলোচনা হচ্ছে।
বিবিসির সাংবাদিক রাজিনি বৈদ্যনাথনের প্রশ্নের জবাবে ড. ইউনূস জানান, তিনি স্টারমারের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ছিলেন। তবে এটি না হওয়াকে হতাশার চোখে দেখছেন না। বরং এটি একটি নতুন সুযোগ তৈরি করেছে বলে মনে করেন।
তিনি আরও বলেন, হয়ত তিনি (স্টারমার) ব্যস্ত ছিলেন বা অন্য কোনো কারণে সাক্ষাৎ সম্ভব হয়নি। তবে এতে করে আমার জন্য একটা বড় সুযোগও তৈরি হয়েছে। এখন যেহেতু তিনি ব্যস্ত, আমি তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একসঙ্গে সময় কাটাতে পারব, যা ঘটছে তা দেখাতে পারব এবং তিনি পুরো পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন। এটা ইতিহাসের একটি বিশেষ মুহূর্ত, যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একভাবে বললে, আমরা অতীতকে পেছনে ফেলে এক নতুন ভবিষ্যতের সূচনা করছি।
অপর এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমি জানি না আমি হতাশ হবো, নাকি তিনি (কিয়ার স্টারমার)। কোনো কারণে একটা সুযোগ হারালো, আমি জানি না। এজন্যই বলেছি, তার বাংলাদেশে আসা উচিত। বাংলাদেশের পরিস্থিতি উপলব্ধি করবেন, এই মুহূর্তের মর্ম বুঝতে পারবেন।