ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’ উদ্বোধন করলেন নৌপ্রধান

db

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৯:২৪ পিএম

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ নৌবাহিনী সারাদেশে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’ শুরু করেছে।

বুধবার (২৫ জুন) রাজধানী ঢাকায় নৌবাহিনী সদর দপ্তরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌপ্রধান বৃক্ষরোপণের পর কর্মসূচির সাফল্য কামনা করে মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে নৌবাহিনীর সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কর্মচারী ও নাবিকরা উপস্থিত ছিলেন।

নৌবাহিনী প্রধান পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বাড়ানোর অংশ হিসেবে সকল নৌসদস্যকে নিয়মিতভাবে গাছ লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, ‘সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে প্রতিটি সদস্যের অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে অধিক পরিমাণে বৃক্ষরোপণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

কর্মসূচির আওতায় দেশের সকল নৌঘাঁটি, স্থাপনা ও উপকূলীয় এলাকায় ফলদ, বনজ ও ভেষজ চারা রোপণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এই উদ্যোগকে নৌবাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করছে।

বাংলাদেশ নৌবাহিনী আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

Raj/AHA
আরও পড়ুন