ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিমানবন্দরে গাড়ি থামার সময় নির্ধারণ করে দিলো বেবিচক

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৯:০৪ পিএম

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা ও যানজট কমানো এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রোববার (১০ আগস্ট) বেবিচকের নির্দেশনা অনুযায়ী, যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুই জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। তবে টার্মিনালের ভেতরের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

এছাড়া, যাত্রী সাধারণের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে আসা অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে। সে সাথে সব যাত্রীবাহী গাড়ি বিমানবন্দরের বহির্গমন ও আগমন গেটে সর্বোচ্চ দুই মিনিটের বেশি অবস্থান করতে পারবে না। বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে এবং অবস্থানকালে সুশৃঙ্খলভাবে চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বেবিচক। 

MH/FJ
আরও পড়ুন