‘এক বছরে বিচার বিভাগের অনেক প্রাপ্তি রয়েছে’

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৭:৩৭ পিএম

এক বছরে বিচার বিভাগের অনেক প্রাপ্তি রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

তিনি বলেন, সম্প্রতি জুডিশিয়াল, পদায়ন ও গঠন বিধিমালা প্রথমবারের মতো বিশাল ক্ষমতা দিয়েছে। নিজের গতিতে এগিয়ে যাচ্ছে জুডিশিয়ারি।

রোববার (১৭ আগস্ট) দুপুরে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা: খসড়া বাণিজ্যিক আদালত গঠন বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধান বিচারপতি বলেন, বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার কার্যক্রম অনেক দূর এগিয়েছে। আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার টিমের সঙ্গে এ বিষয়ে কাজ করছি। খুব সম্প্রতি জুলাই মাসে বিডা ইউএনডিপি, ইইউ মিলে সুপ্রিম কোর্টের সঙ্গে একটি ডায়লগ করেছিলো; সেখানে অনেক অগ্রগ্রতি পেয়েছি।

বিশেষকরে আইনজীবী ও ব্যবসায়ীদের কাছ থেকে। সেগুলোর এজেন্ডা ধরে কাজ করছি আমরা। অবশ্যই ফাইনাল ড্রাফ সরকারের কাছে দেবো কারণ সরকারই এটা বাস্তবায়ন করবে।

ইউএনডিপি আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ও হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ, সিলেট জেলা জজ শেখ আশফাকুর রহমান, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। এছাড়াও সেমিনারে সিলেট অঞ্চলের বিচারক ও পাবলিক প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

MMS
আরও পড়ুন