ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেশের তিন অঞ্চলকে পানি সংকটাপন্ন ঘোষণা

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৫:৪৯ পিএম

জাতীয় পানি সম্পদ পরিষদের নির্বাহী কমিটির ১৮তম সভায় শিল্পখাতে পানি ব্যবহার নিয়ন্ত্রণে ‘পানি ব্যবস্থাপনা নীতি ২০২৫’এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। পানি আইনের আওতায় দেশে তিনটি অঞ্চলকে ‘অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়।  

রোববার (২৪ আগস্ট) রাজধানীর গ্রীন রোডের ওয়ারপো ভবনে জাতীয় পানি সম্পদ পরিষদের নির্বাহী কমিটির ১৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সভায় জানানো হয়, বিস্তারিত জরিপের মাধ্যমে উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ২৫টি উপজেলার ২১৫ ইউনিয়নের মধ্যে ৪৭টি ইউনিয়নকে অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের পটিয়া উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার পাঁচটি মৌজাকেও একই শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব এলাকায় পানির ব্যবহার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হবে। আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় করণীয় চূড়ান্ত করবে একটি বিশেষ কমিটি।

সভায় নোয়াখালীর সুবর্ণচরে পানির প্রাপ্যতা যাচাইয়ে জরিপ চালানোর সুপারিশ করা হয়। পাশাপাশি ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা যাচাইয়ে চলমান ৫০ জেলার কার্যক্রম বাকি ১৪ জেলাতেও শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

হাওর সুরক্ষা আদেশে বলা হয়েছে, বাংলাদেশ পানি আইন-২০১৩ এর ধারা ২২ ও ২৭ অনুযায়ী ‘হাওর প্রতিবেশ সুরক্ষা আদেশ’ জারি করার সিদ্ধান্ত হয়। এ আদেশের মাধ্যমে টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরে পর্যটন নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও বনায়ন খাতে করণীয় নির্ধারণ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও সংস্থার প্রধানরা।

MH
আরও পড়ুন