ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক সোমবার

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৪:২২ পিএম

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার বাতিল হওয়া বৈঠকটি আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

রোববার (৩১ আগস্ট) সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় আগারগাঁওয়ে কমিশন ভবনে সিইসির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’র ব্যানারে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরই বৈঠকটি বাতিল করা হয়।

 

MH/FJ
আরও পড়ুন