ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ এএম

পরিবর্তনশীল বিশ্ব গড়তে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে মূল বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রফেসর ইউনূস তাঁর বক্তব্যে বলেন, তার স্বপ্নের ‘থ্রি-জিরো বিশ্ব’ হলো, শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য (সম্পদ কেন্দ্রীকরণের অবসান) এবং শূন্য বেকারত্ব (সৃজনশীলতার সর্বোচ্চ বিকাশ)। তিনি বলেন, ‘এটি কোনো কল্পনা নয়, বরং বাস্তবতার পথে এগিয়ে যাওয়া একটি বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি।’

বক্তব্যে তিনি জাতিসংঘ মহাসচিবের ‘জিরো ওয়েস্ট ইনিশিয়েটিভের’ প্রতি সমর্থন জানিয়ে সবাইকে শূন্য বর্জ্যের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখার অনুরোধ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, একজন থ্রি-জিরো ব্যক্তি টেকসই জীবনযাপন করবেন, বর্জ্য কমাবেন, সামাজিক উদ্যোক্তা হবেন এবং বিশ্ব উষ্ণায়ন, বৈষম্য ও বেকারত্ব বৃদ্ধিতে কোনোভাবেই অবদান রাখবেন না।

তিনি তরুণদের আহ্বান জানিয়ে বলেন, বিশ্বজুড়ে থ্রি-জিরো ক্লাব গড়ে তুলুন, এগুলো একদিন রূপ নেবে থ্রি-জিরো পরিবারে, গ্রামে, শহরে এবং একসময় গড়ে উঠবে একটি থ্রি-জিরো বিশ্ব। এটি শুরু হয় একটি ছোট পদক্ষেপ থেকে, তবে সম্মিলিতভাবে এগোলে তা বিশ্ব পরিবর্তনের শক্তি হয়ে উঠবে।

জাতিসংঘের মঞ্চকে তিনি কেবল বক্তব্য দেওয়ার জায়গা নয়, বরং অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই অস্থির সময়ে প্রকৃত রূপান্তর নিহিত রয়েছে আমাদের ঐক্যের মধ্যে। যদি আমরা একসঙ্গে কাজ করি সামাজিক ব্যবসার শক্তি, তরুণদের উদ্যম ও প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগাই, তাহলে জটিলতম বৈশ্বিক সংকটও মোকাবিলা সম্ভব।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শেষাংশে তরুণদের উদ্দেশে বলেন, ‘চলুন, আমরা হয়ে উঠি নতুন ঢেউয়ের নির্মাতা। একটি বিশ্ব গড়ি যেখানে থাকবে ন্যায়, টেকসই উন্নয়ন ও আশার আলো। আমাদের সম্মিলিত স্বপ্ন একদিন সমগ্র মানবজাতির জন্য একটি নতুন ভোর বয়ে আনবে।

DR/SN
আরও পড়ুন