ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাপলা প্রতীক বাতিলের সিদ্ধান্ত ব্যাখ্যা করবে না ইসি: সিইসি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম

শাপলা প্রতীক কোনো দলকেই দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এবং কেন এই প্রতীক দেওয়া হচ্ছে না, তার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছে না কমিশন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘শাপলা প্রতীক প্রথমে নাগরিক ঐক্য চেয়েছিল, পরে জাতীয় নাগরিক পার্টিও তা দাবি করে। কিন্তু কাউকেই এই প্রতীক দেওয়া হয়নি। শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব এ ধরনের বক্তব্য নির্বাচন কমিশন হুমকি হিসেবে দেখছে। কমিশন কারও কথায় চলে না, বরং নিরপেক্ষভাবে কাজ করতে চায়।’

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নেই। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে।

DR/FJ
আরও পড়ুন