ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর সতর্কবার্তা ইসি সানাউল্লাহর

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলনের (২০২৫)’ বিশেষ অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ প্রমুখ।

জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের ঋণ পরিশোধে ভালো কাজ করতে হবে উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, বাংলাদেশের বর্তমান অবস্থার এক নম্বর কারণ নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক নির্বাচনের চাপ বা নির্দেশ দেবে না। 

এ সময় নির্বাচন কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করলে এর দায় নিতে হবে কর্মকর্তাদের। কমিশন তাদেরকে রক্ষা করবে না।  

সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে। দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা এবারের নির্বাচন নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যেতে চাই। এআইয়ের অপপ্রয়োগ এবং প্রবাসী ও দেশের ভেতরে পোস্টাল ভোটিং বড় চ্যালেঞ্জ এবার। 

এছাড়া বদলির বিষয়ে তদবির না করতেও কর্মকর্তাদের আহ্বান জানান সচিব।

MMS
আরও পড়ুন