রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারাদেশে এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা বাংলাদেশ। তীব্র এই কম্পনে ভবন ধস, দেয়াল চাপা পড়া এবং আতঙ্কিত হয়ে লাফ দেয়ার ঘটনায় সারাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে।
ঢাকা
এখন পর্যন্ত রাজধানীতে অন্তত চারজন নিহত হয়েছেন। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে পুরান ঢাকার বংশালের কসাইটুলী এলাকায়, যেখানে একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে রাস্তায় চলাচলকারী তিন পথচারী নিহত হন। নিহতদের মধ্যে বাবা-ছেলে–হাজি আব্দুল রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১৩)–এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফি রয়েছেন। এছাড়া মুগদার মদিনাবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মাথায় পড়ে একজন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়।
নরসিংদী
নরসিংদীর সদর উপজেলার গাবতলী এলাকায় ভূমিকম্পের সময় বাড়ির সানশেড ভেঙে পড়ে ওমর (১০) নামে এক শিশু প্রাণ হারিয়েছে। একই ঘটনায় ওমরের বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বলও চিকিৎসাধীন অবস্থা মারা গেছেন।
অন্যদিকে নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে ভূমিকম্পে মাটির ঘরের দেয়াল ধসে কাজেম আলী ভূঁইয়া (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এছাড়া কাজীরচর নয়াপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৬৫) এবং শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকীতলা গ্রামের ফোরকান মিয়াও (৪৫) ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে এবং তার মেয়ে আহত হয়েছেন। এছাড়া একই উপজেলার গোলাকান্দাইল ইসলামবাগ এলাকায় একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন।
সোহরাওয়ার্দী কলেজের ভবনে ফাটল
রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পুরাতন ভবনে ভূমিকম্পের ফলে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পের পর কলেজের দেয়ালে একাধিক চিড় ধরা পড়ে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২১ নভেম্বর) সকালে সংঘটিত ভূমিকম্পের সময় ভবনের একটি অংশের দেয়াল খসে পড়ে।
সরেজমিন ঘুরে দেখা যায়, ভূমিকম্পে পুরাতন ভবনের কলামে বড় ফাটল ধরেছে। এছাড়াও কয়েকটি ডিপার্টমেন্টের ছাদের প্লাস্টার খসে পড়েছে। অডিটোরিয়াম ভবনের কলাম ও দেয়ালে বড় ফাটল ধরেছে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে কেউ আহত হয়নি বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
আহত
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা, নরসিংদী ও গাজীপুরসহ বিভিন্ন জেলার সরকারি হাসপাতালগুলোতে ছয় শতাধিক আহত রোগী চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফিয়ে পড়া এবং তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হওয়া পোশাক কারখানার শ্রমিকরা রয়েছেন।
ভবন ধস ও ফাটল
পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ ভবনের পলেস্তারা খসে পড়েছে এবং অনেক স্থাপনায় নতুন করে ফাটল দেখা দিয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় কয়েকটি ধসের সংবাদে দ্রুত সাড়া দেয়া হয়।
বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত
ভূমিকম্পের ফলে ৭টি বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায় বা আংশিকভাবে কমে আসে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে এবং লোডশেডিং বেড়েছে। ক্ষতিগ্রস্ত কেন্দ্রের মধ্যে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রও রয়েছে।
ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
ভূমিকম্পে নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৫, আহত ৭০
ভূমিকম্পে সোহরাওয়ার্দী কলেজের ভবনে ফাটল, আতঙ্কে শিক্ষার্থীরা
ভূমিকম্পে ৪ জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক
ভূমিকম্পে ঘোড়াশালের সাবস্টেশনসহ ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ