সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে দুর্নীতিবাজদের জন্য ‘সতর্কবার্তা’ হিসেবে আখ্যায়িত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘এই রায় প্রমাণ করে, অপরাধ করে কেউ পার পায় না। এটি ভবিষ্যতের দুর্নীতিবাজদের জন্য একটি কড়া হুঁশিয়ারি হয়ে থাকবে।’
বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত রাজধানীর পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়ম ও জালিয়াতির পৃথক তিনটি মামলায় রায় ঘোষণা করেন। রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিটি মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৮ মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
রায়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মামলার অন্য আসামিদেরও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। দুদক জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এটিই দুদকের করা কোনো মামলার প্রথম রায়।
এদিকে, দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে।
দুদক চেয়ারম্যান জানান, কোনো পদে থাকা অবস্থায় সিটি করপোরেশনের প্রশাসক পর্যায়ের ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের ঘটনা এটিই প্রথম। অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদক ইতিমধ্যে কাজ শুরু করেছে।
দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা হয়েছে: প্রেস সচিব
দুর্নীতির তদন্তে বাধা দিলে তালিকা প্রকাশ করা হবে: দুদক চেয়ারম্যান