আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্রটি জমা দেন বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছি।’
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। দীর্ঘ বিরতির পর বিএনপির নির্বাচনে অংশগ্রহণ এবং দলটির শীর্ষ নেতার প্রার্থী হওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।
