ক্ষমতায় গেলে যোগ্য ব্যক্তিদেরও মন্ত্রী বানাবে জামায়াত: ডা. তাহের

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম

জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে শুধু দলীয় সদস্য নয়, বরং দলমতের ঊর্ধ্বে উঠে দেশের যোগ্য ও বিশেষজ্ঞ ব্যক্তিদেরও মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত দলটির ‘পলিসি সামিট’-এর ফাঁকে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ডা. তাহের বলেন, ‘আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দল থেকে মন্ত্রী বানানো হবে—বিষয়টি এমন নয়। আমরা যোগ্য বাংলাদেশিদের মধ্য থেকে মন্ত্রী নিয়োগ দেবো। আমাদের দেশে অর্থমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো অনেক বিশেষজ্ঞ মানুষ আছেন। দেশপ্রেমিক ও যোগ্য সব বাংলাদেশিকে বিবেচনা করলে মেধার কোনো অভাব হবে না।’

দলটির পলিসি সামিটে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। ডা. তাহের জানান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া, শক্তিশালী পররাষ্ট্রনীতি, এবং মাইক্রো ও ম্যাক্রো ইকোনমিক্সের মূল প্রজেক্টগুলো নিয়ে জামায়াত কাজ করছে। এছাড়া নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের ভেতরে ও বাইরে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও তাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

অনলাইন ও মাঠপর্যায়ের প্রচারণা সম্পর্কে তিনি বলেন, ‘অনলাইন প্রচারণাকে আমরা নতুন কৌশল হিসেবে দেখছি। আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) মেনে যতটুকু সম্ভব আমরা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তবে আমাদের মূল লক্ষ্য হলো 'ওয়ান-টু-ওয়ান' বা সরাসরি যোগাযোগ। এজন্য আমাদের কর্মীরা প্রতিটি মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছেন।’

DR/AHA
আরও পড়ুন