স্বার্থের জন্য শহিদ ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীর: কাদের

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৪১ এএম

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আব্দুল কাদের। তিনি দাবি করেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের রাজনৈতিক স্বার্থে শহিদ ওসমান হাদিকে ‘বিক্রি করছেন’ এবং নোংরা রাজনীতিতে মেতে উঠেছেন।

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে আব্দুল কাদের লিখেছেন, ‘জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী এখন যা করতেছেন, যা বলতেছে, সেটা স্রেফ নোংরামি। নিজের স্বার্থে শহিদ ওসমান হাদি ভাইকে বিক্রি করতেছেন। ৫ই আগস্টের পরে এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি এদেশের মানুষ চায় না।’

জুলাই গণঅভ্যুত্থানে নাসীরুদ্দীনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আব্দুল কাদের। তিনি উল্লেখ করেন, নাসীরুদ্দীন আন্দোলনে বড় অবদানের দাবি করলেও বাস্তব চিত্র তেমন ছিল না। 

কাদের জানান, অন্তর্বর্তী সরকার গঠনের পর ‘বিয়ামে’ অনুষ্ঠিত এক সভায় তিনি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমদের কাছে নাসীরুদ্দীনের লিয়াজোঁ কমিটিতে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

কাদেরের ভাষ্যমতে, নাসীরুদ্দীনের অতীত ইতিহাস বিবেচনায় তাঁকে বিশ্বাস করা কঠিন ছিল। সেই সভায় নাহিদ ইসলাম জানিয়েছিলেন, আন্দোলনের সময় নাসীরুদ্দীন তাঁকে একদিন আশ্রয় দিয়েছিলেন এবং সংবাদ সম্মেলনে সহায়তা করেছিলেন। সিনিয়র হিসেবে তাঁর অভিজ্ঞতা কাজে লাগানোর যুক্তি দিয়ে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল।

আব্দুল কাদের আফসোস করে বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী তখন কোনো দল না ভাঙার অঙ্গীকার করলেও বর্তমানে তিনি সেই কথা রাখেননি।

DR/SN
আরও পড়ুন