আল্লাহর গোলামি ছাড়া কারো প্রভুত্ব মানব না: জামায়াত আমির

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিদেশে আমাদের বন্ধু থাকবে, কিন্তু আমরা কাউকে প্রভু হিসেবে মেনে নেব না। আল্লাহর গোলামি ছাড়া আমরা আর কারো গোলামি স্বীকার করি না এবং কোনো শক্তির চোখ রাঙানিকেও ভয় পাই না।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিদেশে আমাদের বন্ধু থাকবে, কিন্তু প্রভু মেনে নিব না। আমাদের পরিষ্কার কথা, আমরা আল্লাহর গোলামী ছাড়া আর কারো গোলামী মানবো না। কারো চোখ রাঙানোকে ভয় করি না। আমরা ইসলামের জন্য কথা বলি। অনেকের কাছে ভালো লাগে না।’

তিনি বলেন, ‘সকালে সূর্য দেখলে বোঝা যায়, দিনটি কেমন যাবে। ভোটের আগের আবহাওয়া দেখলে বোঝা যায়। কেউ নির্বাচনে বিজয়ী হলে কেমন হবে? দেশবাসী দেখছে আমাদের কলিজার টুকরো ঢাকার রাজপথের সৈনিক শরীফ ওসমান হাদিকে হত্যা করছে। দুইদিন আগে আমাদের শেরপুরে রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যা করে কারো গতিরোধ থামাতে পারবেন না।’ 

জুলাই প্রসঙ্গে জামায়াতের এ নীতিনির্ধারক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলিজার টুকরো মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিলো। সেদিন জুলাই চূড়ান্ত হয়েছে। মেয়েদের গায়ে হাত দেওয়া, এটি কেউ মেনে নিতে  পারেনি। হাতুড়ি বাহিনী, লাঠিয়াল বাহিনী সবকিছু সেদিন ব্যর্থ হয়েছিল। এখন আবার যারা মেয়েদের গায়ে হাত দেন, ধরে নেন নিজেরা নিজেদের কবর রচনা করলেন। মেয়েদের গায়ে হাত দিবেন না। আপনার মাকে সম্মান করুন, তাহলে আপনি সারাদেশের মাকে সম্মান করবেন। যারা নিজের মাকে সম্মান করতে জানে না। তারা দেশের অন্যকোনো নারীকে সম্মান করতে পারবে না। এখন নারীরা নিজেদের নিরাপত্তার জন্য দাঁড়িপাল্লাকে বেছে নিয়েছে। যদি কেউ বাধা দেয়। চোখে তুলে বলবেন ১২ তারিখে দেখা যাবে। ১২ তারিখ ভোটকেন্দ্র গিয়ে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।’

বক্তব্যের শেষমুহুর্তে ১১ দলের প্রার্থী লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের শাপলা কলি মনোনীত মাহবুব আলম, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনে মাষ্টার রুহুল আমিন (দাঁড়িপাল্লা) , লক্ষ্মীপুর-৩ সদর আসনের ডা. রেজাউল করিম (দাঁড়িপাল্লা) ও লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে জামায়াতে ইসলামী মনোনীত এ. আর হাফিজ উল্লাহর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন জামায়াত আমির।

NB/AHA
আরও পড়ুন