ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) এই ইশতেহার প্রকাশ করার কথা ছিল।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে ইশতেহার ঘোষণার অনুষ্ঠানটি আপাতত হচ্ছে না।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের একটি জরুরি সফরে আকস্মিকভাবে শেরপুর যাওয়ার কথা রয়েছে। আমিরের এই গুরুত্বপূর্ণ সফরের কারণেই ইশতেহার ঘোষণার কর্মসূচিটি পিছিয়ে দেওয়া হয়েছে।
স্থগিত হওয়া এই অনুষ্ঠানের পরবর্তী সময় ও তারিখ কবে নির্ধারণ করা হবে, তা রোববার বিকেলের মধ্যে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় জামায়াতে ইসলামীর মতো বড় দলগুলোর ইশতেহার ও রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল রয়েছে।
যারা নারী কর্মীদের হেনস্তা করেন, তাদের মুখোশ উন্মোচন করা হবে: জামায়াত
