বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর কুমিল্লার বিপুলাসার বাজারে সন্ত্রাসীদের হামলার শিকার হন বুলু। এ সময় তার সহধর্মিণী ও গাড়ি চালকও আহত হন। এ ঘটনার পর থেকেই তার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল।
