ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পর্যাপ্ত সংস্কার শেষে নির্বাচন দেয়া হোক: জামায়াতের নায়েবে আমির

সংস্কার কমিটির জন্য যেসব পরামর্শ এসেছে তা নিয়ে আলোচনা শুরু করে তা প্রয়োগের পর থেকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার বিষয়ে মত দেন জামায়াতের নায়েবে আমির।

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম

পর্যাপ্ত সংস্কার শেষে নির্বাচন দেয়া হোক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, সংবিধানে কিছু মৌলিক পরিবর্তন দরকার। দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না; প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকবে- এসব বিষয়েও সংস্কার প্রয়োজন। 

সোমবার (২০ জানুয়ারি) ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ে বাংলাদেশ সফররত জাতিসংঘের নির্বাচনী চাহিদা মূল্যায়ন মিশন প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
 
এদিকে সংস্কার কমিটির জন্য যেসব পরামর্শ এসেছে তা নিয়ে আলোচনা শুরু করে তা প্রয়োগের পর থেকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার বিষয়ে মত দেন তিনি।

 
 
বিএনপির ৫ আগস্ট নির্বাচনের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপি বড় দল। তাদের নির্বাচনের বিষয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি আসছে। আমরা চাই পর্যাপ্ত সংস্কার শেষে নির্বাচন হোক। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনো আমাদের কোনো স্ট্যান্ড নেই। আমরা পর্যালোচনা করছি।’
 
এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বিষয়টি জনগণ ও দেশের চিন্তার ওপর নির্ভর করবে জানিয়ে তিনি বলেন, ‘কে নির্বাচনে অংশ নেবে, নেবে না এ বিষয়ে আমরা বলেছি, আমাদের আইনি বিষয়ে কোনো স্ট্যান্ড বা পরামর্শ নেই। এটা জনগণ, সামাজিক ও পরিবেশের ওপর নির্ভর করবে।’

 
 
নির্বাচনে ইউএনডিপির সহযোগিতা বিষয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে প্রযুক্তিগত সহায়তার বিষয়ে সবাইকে স্বাগত জানাই। তবে আমরা বলেছি কোনো ইন্টারফেয়ার করার জন্য নয় কাউকে চাই না।’

NC
আরও পড়ুন