ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইন্টারকন্টিনেন্টাল মোড়েও ছাত্রদলের অবস্থান

আপডেট : ২২ মে ২০২৫, ০৪:০৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ের পাশাপাশি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়েও অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা। তাদের অবস্থানের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়েও অবস্থান নেন। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন।

শাহবাগ মোড়ে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, আজ বিকেল ৫টা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরা আসছেন।

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ‘কি করো ইন্টেরিম, হয়ে গেল নয় দিন’, ‘বাঁচতে হলে লড়তে হবে, সেই লড়াইয়ে জিততে হবে’, ‘নয় মাসে দুই খুন, ভিসি তোমার অনেক গুণ’, ‘নয় দিন হয়ে গেল, কেউ কিছু জানে না’, ‘এই লড়াইয়ে জিতবে কারা, শহীদ জিয়ার সৈনিকেরা’, ‘বিচার চাই, বিচার চাই, সাম্য হত্যার বিচার’, ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’ প্রভৃতি স্লোগান দেন।

ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থানের কারণে ইতোমধ্যে শাহবাগ মোড়– সংশ্লিষ্ট সড়কগুলোয় যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন লোকজন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন রাকিবুল ইসলাম। তিনি বলেন, দেশে গত ৯ মাসে একের পর এক এমন হত্যাকাণ্ড ঘটছে। সাম্য হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃশ্যমান শাস্তি নিশ্চিতে বিলম্ব হলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

AHA
আরও পড়ুন