নোয়াখালীর কবিরহাটে রডবোঝাই ট্রাক ছিনতাইয়ের দায়ে সোলায়মান সুজন নামে এক যুবদল কর্মীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১০ আগস্ট) রাতে তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করা হয়েছে। এ ঘটনায় ওই যুবদল কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত যুবদল কর্মী সোলেমান সুজন (৩৫) কবিরহাট উপজেলার মধ্য সুন্দলপুর গ্রামের মফিজুর রহমান ওরফে আনন্দ মাস্টারের ছেলে। গ্রেপ্তার অপরজন কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোষবাগ গ্রামের ওমর আলীর ছেলে আবু ছায়েদ (৪৫)। তাদেরকে সোমবার (১১ আগস্ট) আদালতে সোপর্দ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, শনিবার (৯ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ট্রাকটি ছিনতাই করে কবিরহাট এলাকায় নিয়ে আসেন আসামিরা। এই খবর পেয়ে অনলাইন ট্র্যাকারের মাধ্যমে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে রডবোঝাই ট্রাকটি উদ্ধার করার পর তাদের আটক করা হয়।
এ ঘটনায় যুবদল কর্মী সোলায়মান সুজনকে আজীবনের জন্য যুবদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন সুমন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চাঁদাবাজির ঘটনায় নারায়ণগঞ্জে দুই বিএনপি নেতা বহিষ্কার
রাজশাহী মহানগর বিএনপির দায়িত্বে দুই কেন্দ্রীয় নেতা