জুলাই সনদ চূড়ান্তের আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা প্রতিশ্রুতি ভঙ্গের শামিল: এনসিপি

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৯:৩০ পিএম

জুলাই সনদের চূড়ান্ত রূপ ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণের আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, যা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিলো বিচার ও সংস্কার। সেই লক্ষ্যে গঠিত বিভিন্ন সংস্কার কমিশনে এনসিপিও তাদের মতামত দিয়েছে। তবে দুঃখজনকভাবে, এখন পর্যন্ত সেই সনদের আইনি ভিত্তি বা বাস্তবায়নের রোডম্যাপ চূড়ান্ত হয়নি। এর আগেই নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

আদীব বলেন, জুলাই সনদের খসড়া আমরা হাতে পেয়েছি এবং আমাদের মতামত জমা দিয়েছি। যদিও খসড়ায় সনদ বাস্তবায়নের রূপরেখা অনুপস্থিত ছিল, তবুও আমরা আশাবাদী ছিলাম ঐকমত্য কমিশন থেকে এটি চূড়ান্ত হবে। কিন্তু এখন অজানা কারণে কমিশনের পরবর্তী বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচন ঘিরে একতরফা প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছিলো ২০২৬ সালের পবিত্র রমজানের আগেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে, তবে সেটি হবে সংস্কার ও বিচারের যথেষ্ট অগ্রগতি অর্জনের পর। কিন্তু সেই শর্ত পূরণের আগেই রোডম্যাপ প্রকাশ দুরভিসন্ধিমূলক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে। অন্য দলগুলোর প্রস্তাবে গণভোট ও সংবিধান সংস্কার সভার কথা থাকলেও, কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সে বিষয়ে ঐকমত্য এখনো হয়নি।

আদীব হুঁশিয়ারি দিয়ে বলেন, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচন আয়োজন ভবিষ্যতে রাজনৈতিক সংকট তৈরি করতে পারে, যার দায় সরকারকে নিতে হবে। এনসিপি নির্বাচনবিরোধী নয়, তবে প্রকৃত গণতান্ত্রিক রূপান্তরের পথ নিশ্চিত না করে ভোটের দিকে ধাবিত হওয়া বিপজ্জনক।

DR/MMS