নারীর উন্নয়ন, অধিকার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) নিস্ক্রিয় থাকেন। তাই তিনি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র পছন্দ করেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির এক আলোচনা সভায় ডাকসু নির্বাচন প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর অধিকার বিষয়ে যখন কোনো আলোচনা উঠে তখন ভাইস চ্যান্সেলর নীরব থাকেন। ভাইস চ্যান্সেলর কোন পন্থী তা আপনারা সবাই জানেন। কোন দিকে তিনি হেলে আছেন। ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমি শুধু আপনাদের বলবো যে বিশ্ববিদ্যালয়ের ভাই চ্যান্সেলর নারী প্রগতি, নারীর উন্নয়ন এবং অধিকারের ব্যাপারে নিস্ক্রিয় থাকেন। তিনি একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র পছন্দ করেন বলে আমি মনে করি না।
তিনি আরও বলেন, ‘যে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আওয়ামীকরণ করেছিল, বাক স্বাধীনতা হরণ করেছিল, রক্তচোষা পুঁজিবাদ কায়েম করেছিল। আবার কি আরেকটি ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে। এ জন্যই ৫ আগস্টে জুলাইয়ের মহান বিপ্লব হয়নি । কিন্তু আমরাতো সেটা দেখছি। বগুড়াতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন, এখানকার বিএনপির যারা আছেন। আপনারা শুধু এইটুকুই বলবেন, ভোট না হতে যদি হুমকি দেয়া হয়, সাইবার বুলিং করা হয়, ফেসবুকে হুমকি দেয়া হয়। তাহলে এটা কিসের আলামত?’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের ভাষ্য, ‘আমরা কি তবে শেখ হাসিনার বর্বরযুগ থেকে আরেকটি অন্ধকার যুগে পা দিব? ফাহমিদা নামের একজন ছাত্রী রিট করেছিলেন। সেই রিট করার কারণে জামায়তে ইসলামীর ছাত্র সংগঠন তাকে নানাভাবে হুমকি দিয়েছে। এইটার জন্য মুগ্ধ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ, চট্রগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম তারা জীবন দিলো। আমরা জলন্ত কড়াই থেকে দগদগে আগুনে লাফ দিব? আমরা তো সেটা দিতে পারি না। আমাদের মনে রাখতে হবে, আমরা কোনো মধ্যযুগে ফিরে যেতে পারি না। এ জন্য বিএনপির প্রতি আস্থা রাখার আহ্বান জানান রুহুল কবির রিজভী। বিএনপি একমাত্র উদার রাজনৈতিক দল, উদার গণতান্ত্রিক দল।’
প্রতিষ্ঠাবার্ষিকীর এই সভায় আরও ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র রেজাউল করিম বাদশা ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন।
আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর 