ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আখতারের ওপর ডিম নিক্ষেপের যে কারন জানালেন ডা. তাহের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনের ওপর নিউইয়র্কে ডিম নিক্ষেপের ঘটনায় বাংলাদেশ মিশনের দায়িত্বে ঘাটতি ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে নিউইয়র্কভিত্তিক বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ মিশন সবাইকে সঠিকভাবে অবহিত করেনি। যদি সবাই একসঙ্গে বের হতেন, তাহলে হামলার সুযোগ থাকত না।

ঘটনার পেছনে সমন্বয়ের অভাব ছিল বলেও মন্তব্য করেন জামায়াত নেতা। তিনি জানান, ‘প্রথমে সফরসঙ্গীদের গাড়িতে তোলা হলেও, ভিসা ভিন্নতার কারণে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় কিছুজনকে। এতে বিভ্রান্তি তৈরি হয় এবং দলটি পরবর্তীতে হেঁটে ইমিগ্রেশন পার হয়।’

ডা. তাহের বলেন, ‘চিফ অ্যাডভাইজারের বহরে যাওয়ার কথা ছিল। কিন্তু জি-ওয়ান ভিসা না থাকায় সমস্যা হয়। মিশন থেকেও পরিস্থিতি ব্যাখ্যা করা হয়নি। এটি একটি বড় গ্যাপ।’

ডিম নিক্ষেপের সময় তিনি উপস্থিত ছিলেন না কেন, এমন প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, ‘আমরা আগেও দেখেছি আওয়ামী লীগ এ ধরনের হামলা করে। তবে বাইরে কী ঘটছে, তা তখন জানতাম না। ফখরুল ভাই ও তাসনিম জারা সামনে ছিলেন।’

তাহের আরও বলেন, স্লোগান দেওয়া ও ব্যানার প্রদর্শনের সময় তিনি ফখরুলের কিছুটা অস্বস্তি অনুভব করেন এবং সেখান থেকে কিছুটা দূরে সরে যান। ছেলেরা শুধু আমার নামে স্লোগান দিচ্ছিল। আমি বললাম, ফখরুল সাহেবের নামেও দাও। কিন্তু উত্তেজিত হওয়ায় কথা শোনেনি। তখন বুঝলাম, উনি বিব্রত হচ্ছেন। তাই দূরত্ব বজায় রেখেছিলাম।

ডা. তাহের দাবি করেন, ডিম নিক্ষেপের সময় তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিন-চার মিনিট বক্তব্য দিচ্ছিলেন। আমার দিক থেকে সময়ের ব্যবধান ছিল। তাই ঘটনার পরেই শুনলাম হামলার খবর।

DR/FJ
আরও পড়ুন