ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

১০০ আসনের মনোনয়ন প্রস্তুত এবি পার্টির

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম পর্যায়ে ১০০টি আসনে প্রাথমিক মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করতে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হবে। একই দিন রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে মনোনীত প্রার্থীদের নিয়ে একটি সভাও অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচন সামনে রেখে এবি পার্টি দুজন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদককে নিয়ে একটি প্রার্থী বাছাই কমিটি গঠন করে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ওই কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন দাখিল করে, যা দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক সভায় মূল্যায়ন করা হয়। এরপর প্রথম পর্যায়ে ১০০টি আসনের জন্য প্রার্থীদের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়।

এর আগে দলটি আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা আয়োজন করে, যেখানে সর্বোচ্চসংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। সেই ধারাবাহিকতায় এই প্রাথমিক তালিকা ঘোষণা করা হচ্ছে।

দ্বিতীয় পর্যায়ের যাচাই-বাছাই শেষে নভেম্বরের প্রথম সপ্তাহে আরও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছে দলটি।

দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও ১৬ অক্টোবরের সভা সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। 

DR/FJ
আরও পড়ুন