মুসলিম পুরুষদের জন্য মূল্যবান রত্ন বা পাথর ব্যবহারের বিধান কী? রাসুল (সা.) কোন ধরনের আংটি ব্যবহার করতেন? তার ব্যবহৃত আংটির রঙ কেমন ছিল? এ বিষয়ে আলেমদের মতামত হলো— অপচয় না করে এবং বিলাসিতা প্রদর্শনের জন্য না হলে পুরুষরা আংটিতে পাথর পরতে পারবেন। অতিরিক্ত সৌন্দর্য প্রকাশের জন্য আংটি পরলে তা নারীর অনুকরণ হিসেবে গণ্য হবে। আর পুরুষের জন্য নারীদের অনুকরণ নিষিদ্ধ।
আংটি ব্যবহারে অপচয়ের ব্যাখ্যায় আলেমরা বলেন, যদি কেউ অত্যন্ত দামী পাথরে বিপুল অর্থ ব্যয় করে, অথচ তার প্রতিবেশীরা ভালো খাবার পাচ্ছে না। তাহলে এটা অপচয় হিসেবে গণ্য হবে।
পবিত্র কোরআনে অপচয়কারীদেরকে শয়তানের ভাই বলে অভিহিত করা হয়েছে। বর্ণিত হয়েছে, জেনে রেখ, যারা অপ্রয়োজনীয় কাজে অর্থ উড়ায়, তারা শয়তানের ভাই। আর শয়তান নিজ প্রতিপালকের ঘোর অকৃতজ্ঞ। (সুরা বনী-ইসরাঈল, আয়াত :২৭)
নবীজির (সা.) ব্যবহৃত আংটি ও পাথর সম্পর্কে হাদিসে এসেছে, নবীজি (সা.) মোহর হিসেবে ব্যবহারের জন্য আংটি পরতেন। নবীজির (সা.) আংটি ব্যবহার সম্পর্কে সাহাবিরা বলেছেন—
‘বিদেশি শাসকদের কাছে চিঠি পাঠালে তারা মোহর ছাড়া তা গ্রহণ করতো না। তাই নবীজি (সা.) আংটি বানিয়েছিলেন। তার আংটির পাথরের রং ছিল কালো, যার মধ্যে সাদা রেখা বা দাগ ছিল।’
জাদুমন্ত্র, ভাগ্য গণনার জন্য আংটির ব্যবহার ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।
ইসলামে সবচেয়ে পবিত্র পাথর হিসেবে গণ্য করা হয় হাজরে আসওয়াদকে। এই পাথর সম্পর্কেও ইসলামে কোনো অতিপ্রাকৃত শক্তি আরোপ করা হয়নি।
হজরত ওমর (রা.) হাজরে আসওয়াদকে চুম্বন করার সময় বলেছিলেন— আমি নিশ্চিত তুমি শুধু একটি পাথর, কোনো লাভ বা ক্ষতির ক্ষমতা তোমার নেই। যদি আমি নবীজি (সা.)-কে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তবে আমিও কখনো তা করতাম না।
সবচেয়ে বেশি সওয়াব হয় যে ৩ আমল করলে