ইউটিউবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন যেভাবে

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৩:০১ এএম

ইউটিউব মনিটাইজেশন চালু করে ভিডিও থেকে অর্থ উপার্জনের সুযোগ পান কনটেন্ট নির্মাতারা। তবে এই সুযোগ নিতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে হয়। তবে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করার আগে ইউটিউবের শর্তগুলো পূরণ করতে হবে। এই লিংক থেকে শর্তগুলো জেনে নিতে পারেন।

মনিটাইজেশনের আবেদন করবেন যেভাবে

১. ইউটিউব স্টুডিওতে লগইন করুন

এই লিংকে প্রবেশ করুন। আপনার ইউটিউবসংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন।

২. মনিটাইজেশন মেনুতে যান

বাম পাশে থাকা মেনু থেকে ‘মনিটাইজেশন’ অপশনে ক্লিক করুন। আপনার চ্যানেল মনিটাইজেশনের শর্ত পূরণ না করলেও ‘নোটিফাই মি হোয়েন আই এম এলিজিবল’-এ ক্লিক করুন।

৩. অ্যাপ্লাই নাউ বাটন নির্বাচন করুন

যদি আপনার চ্যানেলের মনিটাইজেশনের যোগ্য হয়, তাহলে ‘অ্যাপ্লাই নাউ’ বাটন দেখা যাবে। এই বাটনে ট্যাপ করুন।

এরপর এখানে দুটি ধাপ সম্পন্ন করতে হবে—

১. ইউটিউব পার্টনার প্রোগ্রামের নিয়মাবলি মেনে অ্যাগ্রিমেন্ট অ্যাকসেপট বাটনে ট্যাপ করুন

২. গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত করুন। যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে, নতুন অ্যাকাউন্ট খুলুন। যদি আগে থেকেই থাকে, তাহলে সেটি যুক্ত করুন। এখানে আপনাকে ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি দিতে হতে পারে।

ইউটিউবে মনিটাইজেশন চালুর জন্য যেসব শর্ত পূরণ করতে হবেইউটিউবে মনিটাইজেশন চালুর জন্য যেসব শর্ত পূরণ করতে হবে
এবার আপনার কনটেন্ট, অ্যাকটিভিটি ও নীতিমালা অনুযায়ী চ্যানেল মূল্যায়ন করবে ইউটিউব। আপনার চ্যানেল পর্যালোচনা করা হয়ে গেলে (সাধারণত প্রায় এক মাসের আগেই) আপনাকে জানিয়ে দেওয়া হবে—আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন চালু হয়েছে বা আবেদন বাতিল হয়েছে।

  • মনিটাইজেশন চালু হলে যেসব সুবিধা পাবেন
  • ভিডিওতে বিজ্ঞাপন চালু করে আয় হবে।
  • সুপার চ্যাট ও স্টিকারের মাধ্যমে লাইভ স্ট্রিমে অর্থ উপার্জনের সুযোগ।
  • চ্যানেল মেম্বারশিপের মাধ্যমে আয় হবে।
  • ইউটিউব শর্টস থেকেও আয় হবে।
KHK
আরও পড়ুন