সারাদেশে শুরু হলো রিয়েলমি 15T ফাইভজির ফার্স্ট সেল

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পিএম

দেশের তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শুরু করেছে রিয়েলমি ১৫টি ফাইভজি মডেলের ফার্স্ট সেল।

বুধবার (২২ অক্টোবর) থেকে দেশের সকল রিয়েলমি ব্র্যান্ড স্টোর ও অনুমোদিত রিসেলার আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে এই নতুন স্মার্টফোন।

প্রি-বুককারীদের জন্য থাকছে এক্সক্লুসিভ গিফট, ৫০০ টাকা ক্যাশব্যাক এবং কার্ড ছাড়াই টপপে ইএমআই সুবিধা। যারা ২০-২৩ অক্টোবরের মধ্যে ফোনটি সংগ্রহ করবেন, তারা এই বিশেষ সুবিধা পাবেন।

‘এআই পার্টি ফোন’ নামে পরিচিত রিয়েলমি ১৫টি ফাইভজি তাদের ১৫ সিরিজের সাশ্রয়ী লাইনআপে যুক্ত হয়েছে, যেখানে রাখা হয়েছে ফ্ল্যাগশিপ গ্রেডের ফিচার। এতে রয়েছে- ডাইমেনসিটি ৬৪০০ ম্যাক্স ফাইভজি চিপসেট, ৬.৭৭ ইঞ্চির ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ও ট্রিপল রেয়ার এআই ক্যামেরা সেটআপ, ৭০০০ এমএএইচ টাইটান ব্যাটারি, ৬০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং।

রিয়েলমি দাবি করছে, এই ফিচারগুলো ফোনটিকে গেমিং, স্ট্রিমিং, কন্টেন্ট ক্রিয়েশন কিংবা দৈনন্দিন ব্যবহারের জন্য তরুণদের এক পারফেক্ট সঙ্গী করে তুলবে।

ফোনটির বর্তমান বাজারমূল্য মাত্র ৩২,৯৯৯ টাকা (৮ জিবি র‍্যাম / ২৫৬ জিবি স্টোরেজ)। পাওয়া যাচ্ছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং দুটি প্রাণবন্ত রঙে স্যুট টাইটানিয়াম ও ফ্লোয়িং সিলভার।

রিয়েলমি ১৫টি ফাইভজি নিঃসন্দেহে সেইসব ব্যবহারকারীদের জন্য উপযুক্ত, যারা সাশ্রয়ী দামে প্রিমিয়াম ফিচারের ফোন খুঁজছেন।

DR
আরও পড়ুন