ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১০:০১ এএম

বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক কুশাল মেন্ডিস। তিন ম্যাচের সিরিজ দ্বিতীয় ম্যাচ শেষে ১-১ সমতায় থাকায় আজকের ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নিয়েছে। চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে সোমবার (১৮ মার্চ) সকাল দশটায় ম্যাচটি শুরু হবে ।

ওয়ানডে সিরিজের পরিসংখ্যান জানাচ্ছে দুই দলের সিরিজ জয়ে রয়েছে বিস্তর ব্যবধান। এর আগে ৯টি সিরিজের মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। সিংহভাগ সিরিজই জয় করেছে শ্রীলঙ্কা। ছয়টিতে জয় তাদের। দুইটি সিরিজ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। সর্বশেষ সিরিজে এসেছে বাংলাদেশের সাফল্য। ঘরের মাঠে ২০২১ সালে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতেছিল। স্বাভাবিকভাবেই স্মৃতি উজ্জ্বল। আর সেই উজ্জ্বল স্মৃতি নিয়ে বাংলাদেশ এবারো জয়ের জন্য আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে।

সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের দুঃশ্চিন্তার শেষ নেই। হঠাৎ করেই দল থেকে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব। আর ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন লিটন দাস। প্রথম দুই ম্যাচে এই অভিজ্ঞ ওপেনার রানই করতে পারেননি।

সফরকারী দলেও রয়েছে সমস্যা। ইনজুরির কারণে ছিটকে গেছেন দিলশান মাদুশাঙ্কা। তার অনুপস্থিতি দলকে ভোগাতে পারে।

আজকের ম্যাচ দিনে হওয়ায় শিশির নিয়ে চিন্তা থাকছে না ক্রিকেটারদের। ফলে খেলায় আরো বেশি মনোযোগী হতে পারবে তারা। তাইতো ম্যাচ জয়ের আশা দেখছেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। রোববার সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এটা দিনের ম্যাচ হওয়ায় আমাদের সুবিধা থাকবে। রাতের খেলা অনেকটা টসের ওপর নির্ভর করে। যারা টস জিতে তাদের বেশি সুবিধা থাকে। যাহোক আমরা জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করবো।'

MB/AST
আরও পড়ুন